এবার ২৪ জিবি র্যাম নিয়ে হাজির হচ্ছে রিয়েলমি সংস্থার নতুন স্মার্টফোন Realme GT 5।আর কিছুদিনের মধ্যে রিয়েলমি মোবাইলের বাজারে ৫ বছর পূরণ করতে চলেছে। আর সেই দিনেই বাজারে আসতে চলেছে তাদের নতুন স্মার্টফোন । এর পাশাপাশি Realme Buds Air 5 TWS ভারত ও চিনে লঞ্চ হতে চলেছে। রিয়েলমি-এর অফিশিয়াল অ্যাকাউন্টে টিজার ছবি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে আগামী ২৮শে আগস্ট লঞ্চ হতে চলেছে Realme GT 5।
শোনা যাচ্ছে, স্মার্টফোনটিতে থাকতে চলেছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং সঙ্গে ২৪ জিবি র্যাম। ডিভাইসটিও হতে চলেছে আরও শক্তিশালী। সম্প্রতি Realme GT 5 ফ্রন্ট শোকেস নির্ভরযোগ্য টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ডিভাইসের সামনের অংশ প্রকাশ করেছে৷ ডিভাইসটির কেন্দ্রতে রয়েছে পাঞ্চ হোল ক্যামেরা। জানা যাচ্ছে, এই নতুন স্মার্টফোনটি OnePlus Ace 2 Pro স্মার্টফোনের থেকে অনেকটাই ভালো।
ডিভাইসটিতে কোনো অ্যান্টেনা দেখা যায়নি। এর পাশাপাশি এটির বডিতে ধাতুর স্বল্পতা। ডিভাইসরি মূলত প্লাস্টিকের ফ্রেম হিসেবে আসতে চলেছে। এটিতে ডিসপ্লে রয়েছে ৬.৭ ইঞ্চি এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে এটি৷ প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ SoC প্রসেসর। এছাড়া স্টোরেজের কথা বলতে গেলে এতে রয়েছে ২৪ জিবি র্যাম। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩-এ রান করবে।
রিয়েলমি-এর নতুন স্মার্টফোনে প্রাইমারি ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। একটি ভ্যারিয়েন্টে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ও ২৪০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট এবং ৫,২০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
Leave a Reply