September 21, 2023, 9:04 am
জাপানের গাড়ি বাজারকে মাতিয়ে এশিয়া অঞ্চলেও এই সংস্থা এখন জনপ্রিয়তার শীর্ষে। ইতিমধ্যে তাদের লঞ্চ করা গাড়ি গুলি গাড়ির বাজারের জনপ্রিয় হয়ে উঠেছে তবে এবার তারা বাজারে যে গাড়ি আনতে চলেছে তা একেবারে চোখধাঁধানো। বলা হচ্ছে টয়োটার কথা.. টয়োটা তার রুমিওন সহ MPV বাজারে প্রবেশ করতে প্রস্তুত। এই গাড়িটি ভারতের সবথেকে জনপ্রিয় MPV গুলির মধ্যে একটি।
মনে করা হচ্ছে এই গাড়ি মারুতি সুজুকি Ertiga কে দারুন প্রতিযোগিতায় ফেলবে।
Rumion এর মূল আকর্ষণ এর স্টাইলিশ লুক। এতে রয়েছে এলইডি DRLs এবং প্রজেক্টর হেডলাইটসহ একটি স্পোর্টি ফ্রন্ট গ্রিল। সামনের বাম্পারটিতে ক্রোম উপাদান সহ একটি নতুন ডিজাইন দেওয়া হয়েছে এবং ফগ ল্যাম্প গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ৭স্পোক ডায়মন্ড কাট অ্যালয় হুইলও দেখা গেছে।
ইঞ্জিনের কথা বললে Rumion একটি ১.৫ লিটার প্রাকৃতিকভাবে অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত হবে। যা থেকে উৎপাদিত শক্তির পরিমাণ 103 bhp শক্তি ও এটি ১৩৭ এনএম টর্ক জেনারেট করবে। ইঞ্জিন এর সাথে যুক্ত থাকবে পাঁচ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ও ৬ স্পীড টর্ক কনভার্টার স্বয়ংক্রিয় গিয়ারবক্স। সবথেকে বড় বিষয় এটি সিএনজি বিকল্পের সাথে আসবে।
এই সিএনজি ইঞ্জিন টি ৮৮ এইচপি শক্তি এবং ১২১.৫ এমএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। বিশেষ করে মাইলেজের কথা বললে এটি ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে ২০.১১kmpl মাইলেজ প্রদান করে আর স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে ২০.৫১ kmpl অফার করে। আর সিএনজি ভ্যারিয়েন্ট এর ক্ষেত্রে মাইলেজের পরিমাণ ২৬.১১km/মাইলেজ। আশা করা হচ্ছে দাম রাখা হবে প্রায় ১০ লক্ষ টাকা।
#২৬ #কমর #ঝককস #মইলজ #মরত #Ertigaক #টককর #দত #চখধধন #গড় #আনল #টযট #রইল #খটনট #Newshost24 #Safar
Leave a Reply