আপনি কি বর্তমানে একটি চার চাকা কেনার কথা ভাবছেন? তাহলে এই মুহূর্তে বাইকের দামেই কিনে নিতে পারবেন মারুতির চার চাকা। টপ টেন বেস্ট সেলিং কার ইন ইন্ডিয়া- এই তালিকাতে যে নামটা সর্বত্রই ভেসে উঠবে তা হল মারুতির। গ্রাহকদের চাহিদার কথা ভেবে তাই প্রতিনিয়তই নিত্য নতুন ফিচারসযুক্ত গাড়ি লঞ্চ করে থাকে এই সংস্থা।
তবে ভারতের বাজারে কিন্তু বেশ কিছু গাড়ি নতুন ও সেকেন্ড হ্যান্ড দুই মার্কেটে সফল তাদের মধ্যে অন্যতম হলো মারুতি সুজুকি। অনেকেই কম দামের মধ্যে হ্যাচব্যাক গাড়ি পেতে সেকেন্ড হ্যান্ড Swift কেনেন। সম্প্রতি মারুতির সুইফট-এর একটি মডেল পাওয়া যাচ্ছে একেবারেই কম দামে। সেকেন্ড হ্যান্ড বাজারে সারা ফেলেছে এই দুই মডেল-
Swift LDR- হ্যাঁ, বর্তমানে এই গাড়িটি আপনি পেয়ে যাবেন মাত্র ১ লক্ষ ৬৫ হাজার টাকায়। সেকেন্ড হ্যান্ড গাড়ি হলেও এই গাড়ির অবস্থা এখনো পর্যন্ত বেশ ভালো। উল্লেখ্য এই গাড়িটি এখন বিক্রির জন্য বন্ধ হয়ে গেছে তবে সেকেন্ড হ্যান্ড মার্কেটে এর চাহিদা প্রবল।
মারুতি সুজুকির এলডিআই লাইন আপের টপ মডেল এবং এই গাড়ির দাম ৫.৯৯ লাখ টাকা। তবে বর্তমানে এটি অনেকটাই সস্তায় মিলবে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলতে এই গাড়িটি 28.4 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ প্রদান করে।
Swift LXL- এই গাড়িটির দামও ৫.৯৯ লাখ টাকা যা বর্তমানে সেকেন্ডহ্যান্ড বাজারে পেয়ে যাবে অনেক সস্তায়। এই গাড়িটি ২২.৩৮ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে।
Leave a Reply