এবার আপনি ২০০০ টাকার কমেই কিনে ফেলতে পারেন ‘Vivo Y100A 5G’ স্মার্টফোন। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন যেখানে ফাইভ-জি স্মার্টফোনের দাম ১৫-২০ হাজার টাকা থেকে শুরু হয়, সেখানে এতো কমদামে কীভাবে এই ফোন পাওয়া যাবে? আসুন তাহলে সেই বিষয়ে জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
আসলে বর্তমানে বিভিন্ন ই-কমার্স সাইটে দুর্দান্ত অফার নিয়ে আসা হয় গ্রাহকদের জন্য। যেখানে খুবই কমদামে স্মার্টফোন কেনা সম্ভব হয়। সেরকমই এই ফোনটি আপনি কিনতে পারবেন। সংস্থার ৮জিবি+২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা।
তবে অ্যামাজনে আপনি ১৯ শতাংশ ছাড়ে ২৫,৯৯৯ টাকা দিয়েই কিনতে পারবেন এই ফোন।
সাথে রয়েছে ব্যাংক অফারও। একইসাথে আপনি এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন। সেক্ষেত্রে ২৪,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার মিলবে। যার ফলে সবশেষে ফোনটির দাম হয় মাত্র ১,৬৯৯ টাকা।
ফিচার্স:
এতে রয়েছে ৬.৩৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। যা ৯০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা। রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
ক্যামেরা দেখতে গেলে পাবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সরযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। একইসাথে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাবেন ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ mAh ব্যাটারী ক্যাপাসিটি।
Leave a Reply