মাঝেমধ্যে ই-কমার্স সাইটে আসতে থাকে দুর্দান্ত ডিসকাউন্ট অফার৷ আর তাতে থাকে আকর্ষণীয় বৈদ্যুতিক জিনিস। তেমনই সম্প্রতি আমাজন দিচ্ছে এমনই ডিসকাউন্ট Samsung-এর স্মার্টফোনের উপর। পুরোনো স্মার্টফোনটি যদি বদল করে তার জায়গায় আনতে চান নতুন স্মার্টফোন তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। আমাজন ই-কমার্স সাইট Samsung Galaxy S20 FE-এর উপর দিচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট।
তবে কি কি রয়েছে সেই স্মার্টফোনে তা জেনে নেওয়া যাক। Samsung Galaxy S20 FE স্মার্টফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ইনফিনিটি-ও সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে এটি৷ এর পাশাপাশি এতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। যদিও এটির স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ অক্টা কোর প্রসেসর।
ব্যাটারির কথা বলতে গেলে ডিভাইসে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। প্রাইমারি ক্যামেরা রয়েছে ১২ মেগাপিক্সেল সঙ্গে ৮ মেগাপিক্সেল ওআইএস টেল লেন্স, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। এর পাশাপাশি সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৩২ মেগাপিক্সেল। একাধিক ফিচার্স নিয়ে হাজির হওয়া এই স্মার্টফোনের দাম ৭৪,৯৯৯ টাকা। তবে আমাজনের এই ডিসকাউন্ট অফারে ডিভাইসটি আপনি পাবেন ২৯,৯৯৯ টাকায়।
অর্থাৎ আসল দামের উপর ৬০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া ব্যাঙ্কিং কার্ডের মাধ্যমেও আপনি ডিসকাউন্ট পেতে পারেন। গ্রাহকের যদি থাকে HDFC Bank-এর কার্ড তবে নুন্যতম ১৫,০০০ টাকার ইএমআই ট্র্যান্সেকশনে পাবেন ১,০০০ টাকা ডিসকাউন্ট। Bank of Baroda ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৭,৫০০ টাকার ইএমআই ট্রান্সেকশনে পাবেন ১,০০০ টাকা ডিসকাউন্ট। এই অফারের মাধ্যমে আপনি আরও ২,০০০ টাকা কমে পেয়ে যাবেন Samsung-এর নতুন স্মার্টফোনটি।
Leave a Reply