মাত্র ১৮,০০০ টাকায় বিক্রি হয়েছে ‘Royal Enfield Bullet 350’! যার বিল এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন লক্ষাদিক টাকার বাইক কীভাবে মাত্র ১৮,০০০ টাকায় বিক্রি হলো? আসলে এই বিলটা এখনকার নয় বরং ১৯৮৬ সালের। তখনই এই দামে বিক্রি হয়েছিল বাইকটি।
বাইকপ্রেমীদের মনে ‘রয়্যাল এনফিল্ড’ নিয়ে কী পরিমাণ আবেগ রয়েছে তা আমরা সকলেই জানি। তাইতো বছরের পর বছর ধরে এই বাইকের জনপ্রিয়তা একইরকম হয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে এই বাইকে বেশকিছু আপডেট এসে থাকলেও মোটরের ডিজাইন কিন্তু প্রায় একইরকম রয়ে গিয়েছে।
ফিচার্সের দিক দিয়ে এবং দামের দিক দিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে এই বাইকটি। বর্তমানে এটির এক্স-শোরুম মূল্য ১,৫০,৭৯৭ টাকা থেকে ১,৬৫,৭১৫ টাকা। এছাড়া অন-রোড মূল্য প্রায় ১.৮ লক্ষ টাকার কাছাকাছি। তবে এই বাইকের ১৯৮৬ সালে দাম ছিল ১৮,৭০০ টাকা। যে বিলটি দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে। সম্প্রতি এই বিলের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
যা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিলটি ৩৭ বছরের পুরনো। যেখানে নাম রয়েছে ‘সন্দীপ অটো’র, যেটি ঝাড়খন্ডে অবস্থিত। যার দ্বারা এটাই স্পষ্ট হয় যে দীর্ঘ কয়েক দশক ধরে এই বাইকটিকে সমান ভালোবাসা দিয়ে চলেছেন সকলে। বর্তমানে এই বাইকের দুটি ভ্যরিয়েন্ট উপলব্ধ রয়েছে বাজারে। যেখানে ৩৭ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যায়।
Leave a Reply