কিছুদিন আগেই লঞ্চ হয়েছে ‘টিভিএস’এর অন্যতম জনপ্রিয় স্কুটার ‘Scooty Zest’এর আপডেটেড ভার্সন। যেখানে দুর্দান্ত ডিজাইন এবং ফিচার যোগ করা হয়েছে। এতে রয়েছে ১০৯.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড শক্তিশালী ইঞ্জিন। যেটি সর্বাধিক ৭.৮১ পিএস শক্তি এবং ৮.৮ এনএম টর্ক উৎপন্ন করে।
এই স্কুটারটির ওজন ১০৩ কেজি। যার ফলে সহজেই সেটি ম্যানেজ করা যায়। যদি আমরা মাইলেজ দেখি তাহলে এতে ৪৮ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে। সুরক্ষার দিক দিয়ে দেখলে এতে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।
যদি আমরা অন্যান্য ফিচার দেখি তাহলে এতে অ্যানালগ স্পিডোমিটার এবং অ্যানালগ ওডোমিটার দেওয়া হয়েছে। স্কুটারটির মূলত দুটি ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হয়েছে বাজারে। যেগুলি হলো ‘TVS Scooty Zest Gloss’, এবং ‘TVS Scooty Zest Matte Series’।
যেগুলির দাম শুরু হচ্ছে ৭৩,৮৩১ টাকা থেকে এবং সর্বাধিক দাম ৭৫,১৯৩ টাকা। স্কুটারটি মোট ৬টি রঙে উপলব্ধ হয়েছে। তাই আপনি আপনার ইচ্ছে মতোন রঙের স্কুটারটি সহজেই পছন্দ করে নিতে পারবেন।
Leave a Reply