ভারতে গাড়ির বাজারে বাজাজ কোম্পানির জনপ্রিয়তা বরাবরই বেশ ভালো। ভারতের মানুষের চাহিদা অনুযায়ী এই কোম্পানি তাদের কারখানায় তৈরি করে নিত্যনতুন গাড়ি। দীর্ঘদিন ধরে দেশের মানুষের চাহিদা মিটিয়ে আসছে এই সংস্থা। ভারতের বাজারে বাজাজ প্ল্যাটিনা গাড়িটি বেশ জনপ্রিয়। তবে এবার আনা হল এক নতুন মডেল। আর তা হল Bajaj Platina 100।
জানা গিয়েছে, এই বাইকটির দাম ৪৮,০০০ টাকার কম। বাজাজ তাদের সর্বাধিক জনপ্রিয় ও বিক্রি হওয়া বাইকের আরেকটি ভার্সন বের করতে উদগ্রীব। বাইকটির দুর্দান্ত ডিজাইন ও লুক যা মানুষকে আকৃষ্ট করে আরও সহজে। সম্প্রতি কেউ গাড়ি কেনার কথা ভাবলে তার জন্য এই গাড়ি হবে দুর্দান্ত বাছাই। গাড়িতে যুক্ত করা হয়েছে রিয়ার স্প্রিং।
এছাড়া রয়েছে নরম সিট কুশন, রাবার ফুডপ্যাড, উন্নত মানের টায়ার। ইঞ্জিন ও চাকায় আনা হয়েছে রুপোলী রঙ। নিষ্কাশন, প্ল্যাটিনাম ফ্রেম ও গ্রাব রেলগুলি কালো রঙের করা হয়েছে। এছাড়া বিশেষ কিছু পরিবর্তন করা হয়নি। বাজেটের মধ্যে এটি একটি দুর্দান্ত বাইক। এছাড়া দুর্দান্ত মাইলেজ দেয় এই বাইক।
এই কারণে সকলের বেশ পছন্দের এটি৷ আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে নতুন মডেলটি। বাইকে রয়েছে একটি ইঞ্জিন যা বেশ শক্তিশালী। এক লিটার পেট্রোলে গাড়িটি ৮৯ কিলোলিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। গাড়িটির দাম অনেকটাই কম। মাত্র ৪৮,০০০ টাকার কমে গ্রাহকেরা পেয়ে যাবেন এই অসাধারণ পারফর্মেন্সযুক্ত বাইকটি।
Leave a Reply