এবার ভীষণই কমদামে আপনি কিনে ফেলতে পারবেন ‘Apple iPhone 14!’ কারণ, ফ্লিপকার্টে এমনই অফার নিয়ে আসা হয়েছে। আসলে এই সংস্থা যখন নতুন সিরিজের ফোন আনার পরিকল্পনা করে, তখন বিদ্যমান ফোনের দাম কমিয়ে দেয়। বর্তমানে সংস্থার ফ্ল্যাগশিপ মডেল হলো ‘iPhone 14’, যেখানে দুর্দান্ত কিছু ফিচার যোগ করা হয়েছে। সম্প্রতি এই ফোনের দাম কমে গিয়েছে অনেকটা।
যদি আমরা ফিচার দেখি তাহলে এতে রয়েছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে A15 Bionic chip। এতে পাবেন ৬ জিবি র্যাম, যা ফোনের পারফরম্যান্সকে অনেকটা উন্নত করে। এছাড়াও ক্যামেরা হিসেবে রয়েছে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বর্তমানে এই ফোনটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯৯০ টাকা।
তবে ১৪% ডিসকাউন্ট দিয়ে এই ফোনের দাম দাঁড়িয়েছে ৬৭,৯৯৯ টাকায়। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার। যদি আপনার কাছে পুরনো একটি ভালো মানের ফোন থাকে সেটিকে আপনি এক্সচেঞ্জ করে ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে পুরনো ফোনের অবস্থার ওপর নির্ভর করছে এক্সচেঞ্জ অফারের মূল্য।
এখানেই শেষ নয় যদি আপনার কাছে ‘ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড’ থাকে তাহলে আরো ৫ শতাংশ ছাড় পেতে পারেন। একইসাথে ৪,০০০ টাকা ছাড়ের সুযোগ রয়েছে ‘এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড’ ব্যবহার করলে। সবমিলিয়ে বলতে গেলে খুবই কমদামে আপনি এই পছন্দের ফোনটি কিনে ফেলতে পারবেন। তাই আর দেরী কীসের, এক্ষুণি ফ্লিপকার্ট থেকে এই ফোনটি কিনে ফেলুন।
Leave a Reply