1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
৫ হাজার টাকারও কমে লঞ্চ হল Nokia-র স্টাইলিশ ফোল্ডেবল স্মার্টফোন, ফিচারস জানলে চমকে যাবেন | Newshost24 Safar - Newshost24

September 26, 2023, 8:52 am

News Headline :
এসএসসি পাসে চাকরি দিচ্ছে ব্র্যাক বিভিন্ন পদে নিয়োগ দেবে সিটি ব্যাংক নতুনদের চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, কর্মস্থল ঢাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অফিসার পদে চাকরি ৫০ জনকে চাকরি দেবে আগোরা, যোগ্যতা এসএসসি পাস Duare Dalil: বাড়িতে বসেই মিলবে দলিল, রাজ্য সরকারের নয়া উদ্যোগ ‘দুয়ারে দলিল পরিষেবা’ Personality: হাঁটার ধরণ প্রকাশ করে ব্যক্তিত্ব, আপনি ব্যক্তিত্ব জানান দেয় আপনার হাঁটার ধরণ Chanakya niti for Woman: এই গুণসম্পন্ন মহিলারা স্বামীর জীবনে সৌভাগ্য আনে, গুণগুলি জেনে নিন Mamata Banerjee: দুবাই থেকে লগ্নি আনছেন মুখমন্ত্রী! বাংলায় বিনিয়োগ করবে বিখ্যাত লুলু গোষ্ঠী Bread pakora: কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এই মুখরোচক, রেসিপি জেনে নিন

৫ হাজার টাকারও কমে লঞ্চ হল Nokia-র স্টাইলিশ ফোল্ডেবল স্মার্টফোন, ফিচারস জানলে চমকে যাবেন | Newshost24 Safar

৫ হাজার টাকারও কমে লঞ্চ হল Nokia-র স্টাইলিশ ফোল্ডেবল স্মার্টফোন, ফিচারস জানলে চমকে যাবেন | Newshost24 Safar

৫ হাজার টাকারও কমে লঞ্চ হল Nokia-র স্টাইলিশ ফোল্ডেবল স্মার্টফোন, ফিচারস জানলে চমকে যাবেন | Sangbad Safar
৫ হাজার টাকারও কমে লঞ্চ হল Nokia র স্টাইলিশ ফোল্ডেবল স্মার্টফোন,

একটা সময় ছিল যখন বিশ্বের ফোনের বাজারে দাপট দেখাতো নোকিয়া, আস্তে আস্তে সেই জনপ্রিয়তার ভাটা পড়লেও বাজারে পুরনো জায়গা ফিরিয়ে আনতে নতুন উদ্যমের সাথে তৈরী সংস্থা। সম্প্রতি ফোনের নয়া কালার লঞ্চ করে ফের চর্চায় এসছে নোকিয়া।

বিশ্ববাজারে ঝড় তোলার পর ভারতের বাজারে হাজির হয়েছিল নোকিয়া ২৬৬০ ফ্লিপ ফোন।
৫০০০ টাকা বাজেটের মধ্যে এই ফোনে দেওয়া হয়েছিল অত্যাধুনিক সব ফিচার্স। আর সম্প্রতি এবার দুটি নয়া কালারের সাথে ভারতের লঞ্চ হল নোকিয়া ২৬৬০ Flip. অর্থাৎ এখন থেকে এই ফোনটি পপ পিঙ্ক লুশ গ্রিন কালারে পাওয়া যাবে। চলুন এই ফোনের নতুন কালার অপশন দুটির দাম ও এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-

দাম- Nokia 2660 flip feature phone জন্য নিয়ে আসা নতুন দুটি কালার ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 4699 টাকা। 24শে আগস্ট থেকে ই-কমার্স সাইট অ্যামাজনে ও সংস্থার আধিকারিক ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে নয়া কালারের ফোনদুটির।

Nokia 2660 flip phone ফিচার্স- ২.৮ ইঞ্চির QVGA প্রাইমারি ডিসপ্লে সহ আসা এই ফোনে ১.৭৭ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। এতে ইউজাররা ৪৮ এমবি Ram ও ১২৮ স্টোরেজ পেয়ে যাবেন। তবে এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ক্যাপাসিটি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ক্যামেরার কথা বললে এতে ছবি তোলার জন্য পেছনে এলইডি ফ্ল্যাশ সহ VGA SENSOR পাওয়া যাবে।

কানেক্টিভিটির জন্য অন্তর্ভুক্ত থাকছে ডুয়াল ন্যানো সিম স্লট, মাইক্রো ইউএসবি পোর্ট ইত্যাদি।
আর সব থেকে বড় বিষয় এর ব্যাটারি। ১৪৫০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান এতে যা 2জি নেটওয়ার্ক এনাবেল থাকলে দীর্ঘ কুড়ি ঘন্টা আর 4জি নেটওয়ার্কে ৬.৫ঘন্টা টকটাইম অফার করে।


#৫ #হজর #টকরও #কম #লঞচ #হল #Nokiaর #সটইলশ #ফলডবল #সমরটফন #ফচরস #জনল #চমক #যবন #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews