September 25, 2023, 4:10 pm
এবার রাখীবন্ধন উপলক্ষ্যে দুর্দান্ত একটি স্মার্টফোন নিয়ে এসেছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘Nothing’! আসলে বিভিন্ন উৎসবকে উপলক্ষ্যে করে বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী সংস্থা দুর্দান্ত সব ফোন নিয়ে আসে গ্রাহকদের জন্য। সেরকমই এবার তারা ‘Nothing Phone 2’ নামক ফোনটি কমদামে বিক্রির জন্য উপলব্ধ করেছে।
তবে শুধু ফোনই নয় এর সাথে আরো কিছু অ্যাক্সেসরিজের দামও কমিয়েছে তারা। যদি আমরা বিশেষ অফারের কথা বলি তাহলে ‘এইচডিএফসি’ ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে কিনলে ৩,০০০ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন গ্রাহকেরা। এছাড়াও আপনি যদি ফোনটি এক্সচেঞ্জ করেন তাহলে আরো ২,০০০ টাকার বোনাস পাবেন।
তবে শুধুমাত্র স্মার্টফোনই নয় বেশ কিছু অ্যাক্সেসরিজও সস্তা করা হয়েছে এই অফারের আওতায়। যেমন এই ফোনের ব্যাক কভারের দাম মাত্র ৪৯৯ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া স্ক্রীন প্রোটেক্টর উপলব্ধ হয়েছে মাত্র ৩৯৯ টাকায়।
ফোনের ফিচার: রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ-রেটযুক্ত ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস LTPO OLED ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। রয়েছে সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ।
৫০ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর-সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ দেখতে গেলে এতে পাবেন ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৪৭০০ mAh ব্যাটারী। যদি আমরা অন্যান্য ফিচার দেখি তাহলে ব্লুটুথ কানেকশন, ওয়াইফাই কানেকশন, ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে এই ফোনে।
দাম:
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- ৪৪,৯৯৯ টাকা।
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- ৪৯,৯৯৯ টাকা।
১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ- ৫৪,৯৯৯ টাকা।
রং- গাঢ় ধূসর, সাদা।
#৫ #হজর #টক #ছড় #কনন #বরযনড #নউ #Phone #এই #সবরণ #সযগ #হতছড় #করবন #ন #Newshost24 #Safar
Leave a Reply