হিরো মটোকর্প একটি জনপ্রিয় সংস্থা। ভারতে গাড়ির বাজারে এটির বেশ চাহিদা রয়েছে। এই সংস্থার একটি জনপ্রিয় গাড়ি হল গ্ল্যামার। এখনও এই বাইকের চাহিদা গোটা দেশ জুড়ে। এবার এই বাইকের একটি নতুন মডেল লঞ্চ করা হল। যা আরও দুর্দান্ত ও শক্তিশালী হতে চলেছে। তবে এই দুর্দান্ত বাইকটি আরও আকর্ষণীয় হতে চলেছে। আর তার ফলে গ্রাহকদের আরও নজর যাবে এটির দিকে।
এতে থাকছে ১২৪.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ১০.৭২ হর্সপাওয়ার শক্তি ও ১০.৬ এনএম টর্ক উৎপন্ন করে। এতে রয়েছে ৫ স্পীড গিয়ারবক্স। গাড়িটি এর ফলে দুর্দান্ত মাইলেজ দিতে সক্ষম। প্রতি লিটার তেলে এটি ৬৩ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম। এছাড়া গাড়িতে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এর ফলে এখানে দেখা যাবে রিয়েল টাইম মাইলেজ সহ বিভিন্ন আপডেট।
এছাড়া বাইকে একটি স্টার্ট-স্টপ সিস্টেম রয়েছে যার ফলে দীর্ঘক্ষণ বাইকটি যদি অসক্রিয় অবস্থায় থাকে তবে এটির ইঞ্জিন বন্ধ করে দেয়। বাইকের আসনের উচ্চতায় বদল ঘটেছে। কিছুটা ফ্ল্যাট রাখা হয়েছে ফুয়েল ট্যাঙ্ক। এর ফলে বাইকের চেহারার সামান্য বদল ঘটেছে।
গাড়িতে রয়েছে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল, টেলিস্কোপিক ফর্ক, ডুয়াল স্প্রিং সাসপেনশন। নতুন মডেলটির এক্স শোরুম মূল্য ৮২,৩৪৮ টাকা। এটি হল ড্রাম ভ্যারিয়েন্টের মূল্য। অপরদিকে ডিস্ক ভ্যারিয়েন্টের দাম ৮৬,৩৪৮ টাকা। গাড়িগুলি গ্রাহকেরা পাবেন টেকনো ব্লু-ব্ল্যাক, ক্যান্ডি ব্লেজিং রেড ও স্পোর্টস রেড ব্ল্যাক রঙে।
Leave a Reply