এই মুহূর্তে প্রতি ঘরে দুচাকার যানের প্রয়োজনীয়তা যে কতটা তা নতুন করে বলে দিতে হয় না। এখন প্রায় প্রত্যেকটা মানুষ চাই একটা সাধ্যের মধ্যে ভালো বাইক। বিশেষত যাদের কাজের প্রয়োজনে প্রতিদিন এদিক থেকে ওদিক করতে হয় তাদের ক্ষেত্রে তো বাইক খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। আর এই ধরনের গ্রাহকদের কথা ভেবেই নিজেদের এন্টি লেভেল কমিউটার সেগমেন্টে বাইকের সংখ্যা বৃদ্ধি করছে দেশের অন্যতম দু চাকা নির্মাতা হোন্ডা। ভারতীয়দের জন্য এবার তাদের উপহার Honda CD110 DREAM DELUXE.
যার মূল্য রাখা হয়েছে ৭৩ হাজার ৪০০ টাকা। বাজেট ফ্রেন্ডলি এই গাড়িটি আপনি কিনে নিতে পারবেন চারটি রংয়ের বিকল্পে আর সব ক্ষেত্রেই কাছে ডুয়েল টোন এফেক্ট। Honda CD110 DREAM DELUXE ইঞ্জিন ও প্রধান বৈশিষ্ট্য আরামদায়ক অনুভূতি, বিশ্বাসযোগ্য পারফরম্যান্স এবং আকর্ষণীয় স্টাইল এই তিনের মিশেলে তৈরি হয়েছে এই বাইকটি। এর আপডেট ভার্সনে ব্যবহার করা হয়েছে ১০০ সিসির ইঞ্জিন যা Enhanced smart power প্রযুক্তির ওপর নির্ভর করে তৈরি।
এর ফলে ACG স্টার্টার মোটরের সাথে সাইলেন্ট স্টার্ট দেওয়ার ব্যবস্থা, ইঞ্জিনের ঘর্ষণ বল কমানোর প্রযুক্তি এবং সলিনয়েড ভালভ রয়েছে বাইকের। সলিনয়েড ভালভ থাকার ফলে যে কোন অবস্থাতেই ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় অটোমেটিক চোক সিস্টেমের দৌলতে জ্বালানি ও বাতাসের মিশ্রণ সঠিকভাবে হওয়া সম্ভব হবে। অন্যান্য বৈশিষ্ট্য বলতে এতে দেওয়া হয়েছে টিউবলেস টায়ার ও সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর।
থাকছে dc হেডলাইট, কম্বিব্রেক সিস্টেম। এছাড়াও মেন্টেনেন্স খরচ যাতে কম হয় তার জন্য এতে পেপার ফিল্টার দেওয়া হয়েছে। ডিজাইনের কথা বললে এর বডি প্যানেলে সংযুক্ত করা হয়েছে আকর্ষণীয় স্পোর্টি গ্রাফিক্স, স্টাইলিশ ভাইজার ইত্যাদি। আপনি যদি এন্ট্রি লেভেলের বাইকটি কেনেন তাহলে তাতে তিন বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি তো পাবেন এছাড়াও এই ওয়ারেন্টি অপশনাল হিসেবে সাত বছর পর্যন্ত বাড়িয়ে টোটাল দশ বছর করারও সুযোগ পাবেন।
Leave a Reply