ফের সস্তায় আসতে চলেছে রেডমি ও নোকিয়ার নতুন স্মার্টফোন। আর এই সুযোগ হাতছাড়া করা একেবারে উচিত নয়। কারণ এই সুযোগ বারবার আসবে না। Redmi A2 স্মার্টফোনটিতে থাকছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি। স্মার্টফোনটি ই-কমার্স সাইট আমাজনে পাওয়া যাচ্ছে ৩৭ শতাংশ ডিসকাউন্টে। স্মার্টফোনটি ৮,৯৯৯ টাকা থেকে নেমে এসেছে ৫,৬৯৯ টাকায়। এছাড়া এর সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফার। ৫,৪০০ পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাবেন গ্রাহকেরা।
এছাড়া রেডমির নতুন স্মার্টফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও এইচডি ডিসপ্লে। ৮ মেগাপিক্সেল দুর্দান্ত ক্যামেরা রয়েছে। এত কম দামে একাধিক ফিচার্স নিয়ে রেডমির স্মার্টফোনটি আমাজনে হাজির হয়েছে। এর পাশাপাশি আরেকটি স্মার্টফোন Nokia C12 এই অফারের তালিকায় রয়েছে। ২ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি নিয়ে হাজির হয়েছে নোকিয়ার স্মার্টফোনটি। নোকিয়ার স্মার্টফোনটির দাম ৭,৪৯৯ টাকা যা এখন ৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
এছাড়া বিভিন্ন ব্যাঙ্কের কার্ডের মাধ্যমেও ছাড় পাওয়া যাবে ১৭৫০ টাকা এবং এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে ৫,৬৫০ টাকা। এই স্মার্টফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে যা গ্রাহককে এক নতুন অভিজ্ঞতা জোগাবে। এই তালিকায় আরও একটি নতুন মোবাইল হল Jio Phone Next। এটি পাওয়া যাচ্ছে ৩২ শতাংশ ডিসকাউন্টে। অর্থাৎ মাত্র ৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ব্যাঙ্ক ডিসকাউন্টের মাধ্যমে আরও ১৭৫০ টাকা ছাড় পাওয়া যাবে।
এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পাওয়া যাবে ৪,৭০০ টাকা পর্যন্ত ছাড়। জিও-এর স্মার্টফোনে রয়েছে ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লে, ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি। এর সঙ্গে দেওয়া হচ্ছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা৷ এছাড়া আরেকটি ভ্যারিয়েন্ট যেটি ২ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি সেটির দাম ৫,৯৯৯ টাকা। সেটির উপর দেওয়া হচ্ছে ব্যাঙ্ক ডিসকাউন্ট ১৭৫৯ টাকা ও এক্সচেঞ্জ অফার ৫,৬৫০ টাকা।
Leave a Reply