কমিউটার বাইকের চাহিদা গোটা দেশ জুড়ে আকাশছোঁয়া। আর হবেনা কেন এই বাইকগুলি যেমন মধ্যবিত্তের পকেটসাধ্য তেমনি দারুন তার মাইলেজ। পেট্রোলের দাম যেভাবে দিন দিন বেড়ে চলেছে তাতে বাইকের ক্ষেত্রে এখন সকলে মাইলেজটাই দেখছে। যাতে পেট্রলও কম লাগে আবার কম তেলে বেশিদূর পর্যন্ত যেতে পারে।
আর এমনই সেগমেন্টে সবথেকে বেশি নাম কেড়েছে হিরো মোটকর্প। আজকের প্রতিবেদনে হিরোর এমনই একটি কমিউটার বাইকের কথা বলব যা আপনি বাড়িতে আনতে পারবেন মাত্র ৭ হাজার টাকায়। Hero HF 100, নিত্য যাতায়াতের জন্য দারুন এই বাইকটির এক শোরুম দাম ৫৯০১৮ টাকা। যার অন রোড প্রাইজ পড়বে প্রায় ৭০,৬৫৩টাকা।
কিন্তু যদি পুরো ক্যাশ না থাকে তাহলেও কিন্তু চিন্তা নেই বর্তমানে চাইলে 7000 টাকা ডাউন পেমেন্ট জমা দিয়েই বাইকটি বাড়ি আনতে পারবেন আপনি। অর্থাৎ যদি ৬৩ হাজার ৬৫৩ টাকা লোন নেন সুদের হার যদি ৭.৯ শতাংশ হয় তাহলে আপনার মাসিক ইএমআই পড়বে ২০৪৫ টাকা। এই ইএমআই 36 মাস জমা দিতে হবে।
উল্লেখ্য হিরো মোটকর্প এর ওয়েবসাইট অনুযায়ী ৬৩ হাজার টাকা লোন ৮ শতাংশ সুদের হারে মাসিক কিস্তি রয়েছে ১২০০টাকা।
বৈশিষ্ট্য: মনে হতেই পারে যে কেন এই বাইকটি কিনবেন! আসলে Hero HF 100 তে রয়েছে ৯৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বাধিক ৮.০৫ এমএম টর্ক এবং ৮.০২ পিএস শক্তি তৈরি করতে পারে। এর সাথেই সংযুক্ত রয়েছে চার স্পিড গিয়ার বক্স। আর বাইকটির মাইলেজ প্রতি লিটারে ৭০ কিলোমিটার। ফলে কম দামে বেশ ভালো মাইলেজ অফার করছে বাইকটি। অন্যান্য বৈশিষ্ট্য বললে দুই চাকায় দেওয়া হয়েছে ড্রাম ব্রেক, ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, বিশেষ i3s প্রযুক্তি। সাসপেনশনের এর ক্ষেত্রে রয়েছে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবসর্বার।
Leave a Reply