খুব শীঘ্রই আরো একটি নতুন সিএনজি গাড়ি আনতে চলেছে জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘টাটা মোটরস’। এতোদিন পর্যন্ত ‘টাটা পাঞ্চ’ পেট্রোল ভ্যারিয়েন্টে উপলব্ধ ছিল বাজারে। তবে একাধিক সংস্থা একাধিক সিএনজি মডেল আনার পর পিছিয়ে নেই ‘টাটা মোটরস’ও। তাইতো এবার লঞ্চ করা হবে এই গাড়ির সিএনজি ভার্সন। যদিও সেটি কবে লঞ্চ হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে আগামী কয়েকমাসের মধ্যেই সেটি বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে।
ফিচার্স:
এতে রয়েছে ১.২ লিটার ৩ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যেখানে সিএনজি কিটও থাকবে। এই গাড়ি সর্বোচ্চ ৭৭ হর্সপাওয়ার শক্তি এবং ৯৭ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। গাড়িতে দেওয়া হবে ৫ স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন। এই গাড়িতে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে থাকবে সিঙ্গেল পেন সানরুফ।
এছাড়াও ৭ ইঞ্চি টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৭ ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল, মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল ইত্যাদি থাকবে। এই গাড়ির বুট কম্পার্টমেন্টের মধ্যে দুটি সিএনজি ট্যাংক থাকবে যার ক্যাপাসিটি ৬০ লিটার।
দাম: এই গাড়ির দাম ৬ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে।
Leave a Reply