স্মার্টফোন দুনিয়ায় অন্যতম সেরা নাম Samsung. সস্তা থেকে দামি প্রায় সব রকম দামেরই ফোন রয়েছে কোম্পানির। তবে এই মুহূর্তে আপনি যদি স্যামসাং এর একটি ফোন কিনতে চান তাহলে আপনার জন্য দারুন খবর। কারণ বর্তমানে আপনি চাইলে স্যামসাংয়ের একটি প্রিমিয়াম রেঞ্জের ফোন পেয়ে যাবেন একদম মিডরেঞ্জে।
২০২২ এ ভারতে লঞ্চ হওয়া স্যামসং-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S22 দারুন জনপ্রিয়তা লাভ করেছে। তবে এই সেই সময় অনেকেই এর দাম বেশি হওয়ার জন্য কিনে উঠতে পারেনি ফোনটি কিন্তু বর্তমানে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পেয়ে যাচ্ছেন দুর্দান্ত অফার।
Samsung Galaxy S22: Offer এই ফোনটির 8gb Ram ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম সাধারণত ৮৫ হাজার ৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজনের সীমিত সময়ের অফারে ফোনটি ২৭ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে ফলে এর দাম দাঁড়াচ্ছে ৬২ হাজার ৯৯৯ টাকা। কিন্তু শেষ নয় উপরন্তু এই ফোনে থাকছে আট হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
পাশাপাশি থাকছে এক্সচেঞ্জ ভ্যালু অফার। আপনার পুরনো ফোনটি যদি ভালো অবস্থায় থাকে তাহলে ৪২ হাজার ৫৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন আপনি। এই পুরো ডিসকাউন্ট পেলে ক্রেতারা মাত্র ২০ হাজার ৪৯৯ টাকাতেই ফোনটি কিনে নিতে পারবেন।
Samsung Galaxy S22: specification ৬.১ ফুল এইচডি প্লাস ডিসপ্লে যুক্ত এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮জেন ১চিপসেট। এর রিয়ার প্যানেলে ফটোগ্রাফির জন্য ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান যেগুলির মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর,12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ও 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও ২৫ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট যুক্ত 3700mah ব্যাটারি পাওয়া যাবে ফোনটিতে।
Leave a Reply