পেট্রোল চালিত দু চাকা গাড়ির তুলনায় কম গতির বৈদ্যুতিক বাইক স্কুটার চালানো, ও কেনার খরচ অত্যন্ত কম আর এই কারণেই এই ধরনের যানবাহনের বিক্রি ক্রমশ বাড়ছে। যত পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে ততই বাড়ছে ইলেকট্রিক বাইকের চাহিদা। আর ক্রেতাদের আগ্রহ ও চাহিদা দেখে বৈদ্যুতিক গাড়ির বাজারে হরেক রকমের টু হুইলার আনছে নানা সংস্থা। এবার আর টু হুইলার নয় সামনে এলো “থ্রি হুইলার বাইক”.. চলুন জেনে নেওয়া যাক থ্রি হুইলার বাইক সম্পর্কে।
এতদিন দু চাকার ব্যাটারি চালিত বাইক দেখে এসেছেন সবাই তবে এবার বাজারে আনা হয়েছে তিন চাকার ইলেকট্রিক বাইক। যেখানে চালকের হ্যালান দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। আকর্ষণীয় ফিচার্সে পরিপূর্ণ এই ইলেকট্রিক বাইকটির নাম Lectric XP Trike.
Lectric XP Trike এর ফিচার্স- তিন চাকার ই-বাইকে রয়েছে 48V, 14Ah লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা ফুল চার্জ হতে সময় নেয় চার থেকে ছয় ঘন্টা। কোম্পানির দাবি এটি একবার চার্জে টানা 60মাইল বা ৯৬ কিঃমিঃ রেঞ্জ দিতে সক্ষম। সুরক্ষার জন্য বাইকে দেওয়া হয়েছে হাইড্রোলিক ডিস্কব্রেক। জানা যাচ্ছে বা একটি সর্বোচ্চ ২২ কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে।
এছাড়াও জানা যাচ্ছে এতে যে ব্যাটারি রয়েছে তা সম্পূর্ণ রিমুভেবেল। সংস্থার মতে এটি বাজারে উপলব্ধ অন্যতম হালকা ওজনের ইলেকট্রিক বাইক। এই বাইকটি আপনাকে একটি স্মুথ রাইডিং অভিজ্ঞতা দেবে বলে নিশ্চিত করেছে সংস্থা। আর অত্যাধুনিক ফিচার সহযোগে আসা Lectric XP Trike এর নাম রাখা হয়েছে ১৪৯৯ ডলার।
এই ইলেকট্রিক বাইকটির বিশেষত্বের কথা বলে এতে ইনবিল্ট হিট সেন্সর সহ কন্ট্রোলার রয়েছে যা বাইক গরম হওয়া আটকাবে। রয়েছে বিশেষ পাওয়ার লিমিট ফিচারও। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে এলসিডি ডিসপ্লে বিশেষ লাইটিং এর ব্যবস্থা তো থাকবেই।
Leave a Reply