ভালো ফিচার্স সঙ্গে স্টাইলিস লুক এমন ফোন কিনতে কে না চাই। তবে এরই সাথে যেটা চাহিদা থাকে তা হলো সাধ্যের মধ্যে ভালো ফিচার্স। আর গ্রাহকদের এই চাহিদার কথাই মাথায় রেখে আসছে রেডমি। সম্প্রতি পুজোর আগেই ধামাকা দিতে এই কোম্পানি নিয়ে আসতে চলেছে আরো একটি দারুণ ফোন।
বেশ কিছুদিন ধরেই REDMI K60 ULTRA নিয়ে গুঞ্জন চলছিল। এবার সম্প্রতি বহু প্রতীক্ষিত এই ফোন ঘিরে সামনে এলো এক তথ্য। জানা যাচ্ছে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে REDMI K60 ULTRA, যার লঞ্চ টিজার ইতিমধ্যে প্রকাশ করতে শুরু করেছে সংস্থা।
ইতিমধ্যে রেডমি নিশ্চিত করেছে ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটির ৯২০০+প্রসেসর থাকবে যার বেঞ্চমার্ক স্কোরও ভালো। ইতিমধ্যে এই ফোনের স্পেসিফিকেশন সহ অন্যান্য তথ্য সামনে চলে এসেছে চলুন দেখে নেওয়া যাক সেগুলি।
লঞ্চের সময় কাল- আশা করা হচ্ছে এই ফোনটি চলতি মাসের শেষের দিকেই শাওমি মিক্স ফোল্ড ৩ ও রেডমি প্যাড ২ এর সাথে লঞ্চ করা হবে। স্মার্টফোনটিতে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য পিক্সেলওয়ার্কস এক্স সেভেন নামক ইন্ডিপেন্ডেন্ট ডিসপ্লে প্রসেসর ব্যবহার করা হবে। জানা যাচ্ছে এটি একটি মিড রেঞ্জের ফোন হতে চলেছে।
স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার- Redmi K60 ultra দুটি ভ্যারিয়েন্টে আসতে চলেছে। একটি আসতে চলেছে ১২gb Ram এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে এবং অন্যটি ১৬ জিবি Ram এবং 1TB স্টোরেজের সাথে। ফোনটিতে দুটি কালার সেট বেছে নেওয়া যাবে একটি ব্ল্যাক এবং অপরটি সায়ান।
সফটওয়্যার এর ক্ষেত্রে এটি এন্ড্রয়েড ১৩ ভিত্তিক লেটেস্ট এমআইইউআই ১৪ সফটওয়্যার ভার্সনে চলবে। সিকিউরিটি ফিচার হিসাবে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকতে পারে। আর পাওয়ার ব্যাকআপ এর জন্য ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়ার সম্ভবনা রয়েছে যা ১২০ ওয়াট ফার্স্ট চার্জিং সমর্থন করবে। আপাতত অপেক্ষা ফোনটি বাজারে আসার।
Leave a Reply