September 25, 2023, 4:04 pm
অনেকেই স্মার্টফোন কিনতে আগ্রহী। অনেকেই বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে পারেন না। আবার কেউ কেউ কোনটি কিনবেন তা বুঝতে পারেন না৷ তাই আজকের প্রতিবেদনে রইল এমনই পাঁচটি স্মার্টফোনের তালিকা যেগুলির দাম ২৫,০০০ টাকার কম। তবে জেনে নেওয়া যাক কোন কোন স্মার্টফোনগুলি রয়েছে সেই তালিকায়।
iQOO Neo 6 5G : তালিকার প্রথম স্মার্টফোনটি হল iQOO Neo 6 5G। এই স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। এতে রয়েছে ৬.৬২ ইঞ্চি ডিসপ্লে যা সুপার অ্যামোলেড। স্মার্টফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এটি অ্যান্ড্রয়েড ১২-তে রান করে। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি রয়েছে ৮ ও ২ মেগাপিক্সেল সেন্সর। ৪৭০০ এমএএইচ ব্যাটারি যা ৮০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই স্মার্টফোনের দাম ২৪,৯৯৯ টাকা।
Realme GT 2 : এই স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে এতে। সঙ্গে ৬.৬২ ইঞ্চি ডিসপ্লে যা সুপার অ্যামোলেড৷ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ এটিতে রয়েছে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ৪ ও ২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ও ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এছাড়া এটিতে ফ্রন্ট ক্যামেরা রয়েছে ১৬ মেগাপিক্সেল। ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এটি অ্যান্ড্রয়েড ১২-তে রান করে। এটির দাম ২৪,৯৯৯ টাকা।
Redmi K50i 5G : তালিকার তৃতীয় স্মার্টফোনটি হল Redmi K50i 5G। এটির ডিসপ্লে রক্ষা করার জন্য রয়েছে গরিলা গ্লাস। ৬.৬ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ৫০৮০ এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াট টার্বো চার্জার যা ফলে খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় স্মার্টফোনটিতে। এটির দাম ২৩,৯৯৯ টাকা।
Motorola Edge 30 : উপরের স্মার্টফোনগুলির মত শক্তিশালী ও একাধিক ফিচার্সে ভরপুর না হলেও এটি বেশ জনপ্রিয়। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮ জি চিপসেট, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। ৬.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এছাড়া মোবাইলটি রক্ষা করার জন্য রয়েছে গরিলা গ্লাস।
Moto Edge 30 Ultra : এটির ফিচার্সের মধ্যে সবথেকে জনপ্রিয় এটির ক্যামেরা। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামোরা, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এটিতে ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৩২ মেগাপিক্সেল। এটির ব্যাটারি ৪০২০ এমএএইচ যার সঙ্গে দেওয়া হবে ৩৩ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট। যার ফলে খুব দ্রুত স্মার্টফোনটি চার্জ হয়ে যাবে। অ্যান্ড্রয়ের ১২-তে রান করবে এটি। এটির দাম ২২,৯৯৯ ডাকা।
Poco X5 Pro 5G : এটি তালিকার শেষ স্মার্টফোন। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ জি চিপসেট। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি। এছাড়া এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এর পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াট টার্বো চার্জারে সঙ্গে থাকবে। মাত্র ৪৫ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এটির দাম ২৪,৯৯৯ টাকা।
#হজর #টক #বজট #সর #সমরটফনর #তলক #আপনর #জনয #বসট #কনট #Newshost24 #Safar
Leave a Reply