মারুতি সুজুকির জনপ্রিয়তা নিয়ে আী নতুন করে কিছু বলার নেই। ভারতের গাড়ির দুনিয়ায় এই সংস্থা নিজেদের খুবই উৎকৃষ্ট মানে নিয়ে গিয়েছে। একের পর এক দুর্দান্ত ফিচার্সের গাড়ি বাজারে এনে তারা রীতিমতো সকলকে চমকে দিয়েছে। তাই এবারও যে তার অন্যথা হবে না তা অনেকেই মনে করছেন। তাই দেখার বিষয় এবারের গাড়িতে কি কি রয়েছে যা ফের আকৃষ্ট করতে পারে সকল গ্রাহকদের। নতুন আগত গাড়িটির নাম Maruti S-Presso।
যদিও গাড়িটি পেট্রোল ও সিএনজি দু’টি ভ্যারিয়েন্টে আসতে চলেছে। গাড়িটিতে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম। ছয়টি রঙে গাড়িটি পাওয়া যাবে। গাড়িটির মূল্য শুরু হচ্ছে ৪.২৬ লক্ষ টাকা থেকে। জানা যাচ্ছে, আগামী ৩১শে আগস্ট পর্যন্ত মারুতি সুজুকি এই গাড়িটির উপর ৫৪,০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছে। তাই এটিই সেরা সুযোগ গাড়িটি কিনে নেওয়ার।
গাড়িটির পেট্রোল ভ্যারিয়েন্টে এটি ২৫.৩০ কিমি প্রতি লিটারে মাইলেজ দিতে সক্ষম। অপরদিকে সিএনজি ভ্যারিয়েন্টে এটি ৩২.৭৩ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। এটি ৬৮ পিএস শক্তি ও ৯০ এনএম টর্ক উৎপন্ন করে। গাড়িটি ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন দু’টি ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। গাড়িটির টপ ভ্যারিয়েন্টের দাম ৬.১২ লক্ষ টাকা।
গাড়িটির টায়ার ও গিয়ার সম্পর্কে বলতে গেলে এটির টায়ার ১৪ ইঞ্চি, গাড়িটির দৈর্ঘ্য ৩,৫৬৫ মিলিমিটার এবং ওজন ৮৫৪ কেজি। গাড়িটির উচ্চতা ১৫৬৭ মিমি। Maruti S-Presso গাড়িটি এবার বাজারে Renault Kwid নামক গাড়ির সঙ্গে টেক্কা দেবে।
Leave a Reply