September 26, 2023, 10:12 am
Matchstick Puzzle: সোশ্যাল মিডিয়ার জামানায় খুব সহজেই ভাইরাল হয়ে যায় যে কোনো জিনিস। আসলে বর্তমানে এই প্ল্যাটফর্মে ভিড় বাড়ছে সাধারণের। 8 থেকে 80 প্রায় সকলের হাতে রয়েছে স্মার্টফোন। অবসর সময় কাটাতে সকলেই বেছে নিচ্ছেন সোশ্যাল মিডিয়া। ফলে নষ্ট হচ্ছে পড়াশোনা। তবে সবকিছুর যেমন খারাপ দিক রয়েছে তেমন ভালো দিকও রয়েছে। এই সোশ্যাল মিডিয়া আমাদের অনেক কিছু উপহার দিচ্ছে। অনেক সময় ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সমাজ মাধ্যম। এমন বেশ কিছু ধাঁধা প্রকাশ্যে আসে যা সমাধান করতে ব্যস্ত হয়ে পড়েন কমবেশি সকলেই। ধাঁধার আবার রয়েছে নানান রূপ। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় দেশলাই কাঠির ধাঁধা (Matchstick Puzzle)।
আরও পড়ুনঃ News/bike-News/bajaj-is-going-to-launch-new-pulsar-ns-250-in-the-market-which-will-disrupt-the-yamaha-r15/” target=”_blank” rel=”noopener”>বাজাজের আসন্ন বাইকের সামনে ধোপে টিকবে না Yamaha R15, দেখুন কী কী ফিচারস থাকবে নতুন Pulsar NS 25O তে
বর্তমানের ট্রেন্ড বজায় রেখে Newshost24.com নিত্যদিন আপনাদের জন্য নানান ধরনের ধাঁধা নিয়ে হাজির হয়। আজও সময় মতো চলে এসেছি আমরা। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের প্রশ্নটি কিন্তু বেশ কঠিন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো মাথায় হাত পড়েছে গণিত প্রেমীদের।
Today’s Matchstick Puzzle:
5+0=8, সমাধান করতে হবে এই অঙ্কের। বুঝতেই পারছেন আজকের প্রশ্নের জবাব দেওয়ার জন্য তীক্ষ্ণ দৃষ্টি হলে চলবে না থাকতে হবে বুদ্ধি। ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করা যাবে না অঙ্ক সমাধানের জন্য। 10 সেকেন্ডের মধ্যেই দিতে হবে উত্তর। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, কেবলমাত্র 1 টি দেশলাই কাঠির স্থান পরিবর্তন করলেই মিলে যাবে অঙ্ক।
সময় শুরু হলো এখন
10
9
8
7
6
5
4
3
2
1
সময় শেষ, এবার উত্তর দেখে নেওয়ার পালা।
সমস্যা, 5+0=8
সমাধান, 9+0=9
আপনাদের বোঝার সুবিধার জন্য অঙ্কের সরলীকরণ করে দেখিয়ে দেওয়া হল। দেখুন ছবির বাম দিকে লেখা আছে 5+0 এবং ডান দিকে লেখা আছে 8। অঙ্ক মেলানোর জন্য বামদিকের 5 নম্বর সংখ্যাটিকে করতে হবে 9 এবং ডান দিকের 8 সংখ্যাটিকে করতে হবে 9। ডান দিকের 8 নম্বর সংখ্যা থেকে 1 টি দেশলাই কাঠি বামদিকের 5 নম্বর সংখ্যার সঙ্গে জুড়ে দিলেই মিলে যাবে উত্তর।
#একট #কঠ #মভ #করলই #মল #যব #অঙক #এই #পজল #সমধন #করত #মথ #ঠকছ #গণতপরমরও
Leave a Reply