সাম্প্রতিককালে ফেসবুক বা সামাজিক মাধ্যমে নিজেকে জনপ্রিয় করে তোলার প্রবণতা বেড়েছে। এখন আর বড় ভিডিও নয় যুগের সাথে তাল মিলিয়ে শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল হতে চাইছেন অনেকে, কেউবা বানাচ্ছেন রিলস্। আর রিল বানানোর প্রসঙ্গ এলেই উঠে আসে ভালো ক্যামেরার কথা। বর্তমানে যেমন রিলস বানানো বেড়েছে তেমনি বাড়ছে ভালো মানের ফ্রন্ট ক্যামেরার চাহিদা।
সেক্ষেত্রে আপনিও যদি দুর্দান্ত সেলফির জন্য একটি ফোন কেনার কথা পরিকল্পনা করেন তাহলে আপনার জন্য দারুন অপশন হতে পারে Vivo V25 5G. এই ফোনে আপনি পেয়ে যাবেন ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তবে আকর্ষণ এখানেই শেষ হয়ে যায়নি.. এই মুহূর্তে এমন দুর্দান্ত ফোনটি আপনি পাচ্ছেন অফারে। চলুন দেখে নেওয়া যাক Vivo V25 5Gতে কি অফার মিলবে-
Vivo V25 5G offer: এই ফোনটির ৮gb Ram ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম সাধারণত ৩৪ হাজার ৯৯৯ টাকা। কিন্তু ফ্লিপকার্টের সীমিত সময়ের অফারে ফোনটি ২৯ হাজার ৯৯৯ টাকায় মিলছে। কিন্তু এখানেই শেষ নয় উপরন্তু এই ফোনে থাকছে ব্যাঙ্ক অফার। ব্যাংক অফারে কিনতে পারলে আরো ১৫০০ টাকার ছাড় মিলতে পারে ফোনে। মিলবে 1026 টাকার মাসিক ইএমআই এর অপশন।
Vivo V25 5G Specification: ৬.৬৪ ফুল এইচডি প্লাস ডিসপ্লে যুক্ত এই ফোনে দেওয়া রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900প্রসেসর। যার সাথে ১২ জিবি পর্যন্ত ram এবং 256gb পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এর সুবিধা থাকবে। এছাড়াও 44 ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট যুক্ত 3700mah ব্যাটারি পাওয়া যাবে ফোনটিতে। ফটোগ্রাফির কথা বলে এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। আপনি যদি রিলস বানাতে পছন্দ করেন তাহলে এই অফার মিস করবেন না।
Leave a Reply