বর্তমানে বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি বৈদ্যুতিক সাইকেলের জনপ্রিয়তা উর্ধ্বমুখী। আর তাই বেশ কিছু সংস্থা বৈদ্যুতিক সাইকেল তৈরিতে মন দিয়েছে। সাধারণ সাইকেলের তুলনায় অনেক বেশি দাম হলেও এই সাইকেল চালিয়ে বেশ আরাম অনুভব করবেন গ্রাহক। তাই বাজারে লড়াই শুরু হয়েছে একাধিক বৈদ্যুতিক সাইকেলের। এবার এমন একটি সাইকেল বাজারে এসেছে যার নাম Hum।
এই বৈদ্যুতিক সাইকেলটি ১২০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। সাইকেলটিরও ওজন বেশ হালকা। এটি মাত্র ২৫.৬ কেজি। বর্তমানে বৈদ্যুতিক সাইকেলের জনপ্রিয়তার জন্য সাইকেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আর তাই এমন সাইকেল কেনার জন্য অনেকেই উদগ্রীব হয়েছেন। এটিই দেশের মধ্যে প্রথম হেভি ডিউটি সাইকেল।
সাইকেলটি তৈরি করেছে Motovolt। সাইকেলটির ওজন যেমন বেশ কম তেমনই এটি ১০০ কেজির উপর ওজন বহন করতো সক্ষম। এটির গতি ঘন্টায় ২৫ কিলোমিটার। সাধারণ অবস্থা থেকে ২৫ কিলোমিটার গতি বৃদ্ধি করতে ময় নেয় ৯ সেকেন্ড। সম্পূর্ণ চার্জে সাইকেলটি ২০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত রাস্তা পার করতে সক্ষম।
এটির ব্যাটারির ওজন ২.৭ কেজি। ব্যাটারি ক্ষমতা ২১৬ wh, ৪৩২ wh ও ৫৭৬ wh। সাইকেলের ব্যাটারি ৩৫ এনএম টর্ক উৎপন্ন করে। সাইকেলটি পাওয়া যাবে ৪টি রঙ ও ৫টি ভ্যারিয়েন্টে। সাইকেলটির দাম ৩৩,০৪৯ টাকা থেকে ৪৫,৪৩৪ টাকা পর্যন্ত।
Leave a Reply