কিছুদিন আগেই ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে ‘Infinix Smart 7’। যেখানে মূলত ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ দেওয়া হয়েছিল। সম্প্রতি এই ফোনেরই ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে সংস্থা। আজ আমরা সেই ফোনের দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করবো।
ফিচার্স: রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। যেখানে ১৬১২×৭২০ পিক্সেল রেজোলিউশন থাকবে। প্রসেসর হিসেবে রয়েছে Unisoc Spreadtrum SC9863A1 অক্টাকোর প্রসেসর। ফোনটি চালিত হয় Android ১২ অপারেটিং সিস্টেম ও XOS ১২ দ্বারা।
রয়েছে ৩ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ দেখতে গেলে এতে রয়েছে ৬০০০ mAh ব্যাটারী। ফোনটি মূলত তিনটি রঙে উপলব্ধ রয়েছে। যেগুলি হলো
Azure Blue, Emerald Green এবং Night Black।
দাম: ৭,৯৯৯ টাকা।
Leave a Reply