September 26, 2023, 8:36 am
Aishwarya Rai Bachchan: বলিউড দুনিয়ার তিনি জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে ছবির সংখ্যা কমিয়ে দিলেও নিত্যদিন খবরের শিরোনামে ঘুরে বেড়ায় তাঁর নাম। কথা হচ্ছে বচন পরিবারের পুত্রবধূ তথা অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চনকে (Aishwarya Rai Bachchan) নিয়ে। আজ থেকে প্রায় এক দশকেরও বেশি সময় আগে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন নীল চোখ সুন্দরী। বর্তমানে এক কন্যা সন্তানের বাবা-মা তারা। দিব্যি কাটছে এই তারকা জুটির সংসারিক জীবন।
তবে জানেন কী অন্যান্য বলি অভিনেত্রীদের মতো দামি লেহেঙ্গা পরে বিয়ে করেননি ঐশ্বর্য (Aishwarya Rai)। বরং বিয়ের জন্য তিনি বেছে নিয়েছিলেন একেবারে সাদামাটা পোশাক। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লা এ বিষয়ে মুখ খুলেছেন এক সাংবাদিক সাক্ষাৎকারে। কীভাবে নিজের বিয়েতে সাজতে চেয়েছিলেন ঐশ্বর্য? সেই রহস্য ফাঁস করলেন এই ফ্যাশন ডিজাইনার।
আসলে ঐশ্বর্য (Aishwarya Rai) দক্ষিণ ভারতীয়। আর সে কারণেই বিয়েতে তিনি চেয়েছিলেন সংস্কৃতি এবং ঐতিহ্যের ছাপ রাখতে। তাই লেহেঙ্গা নয় বরং বিয়ের পোশাক হিসেবে তিনি বেছে নিয়েছিলেন কাঞ্জিভরম। এ বিষয়ে নীতা লুল্লা জানান, ‘আমি যখন ওর বিয়ের পোশাক নিয়ে কথা বলতে গিয়েছিলাম তখন ঐশ্বর্য যোধার বিয়ের পোশাক পরে বসেছিলেন। আমাকে তিনি বলে বসেন কাঞ্জিভরম পরে বিয়ে করবো। কীভাবে বানাবে আর কোথা থেকে আনবে সেটা তোমাদের ব্যাপার’।
তাঁর সংযোজন, ‘আসলে ঐশ্বর্য দক্ষিণ ভারতীয়। আর সে কারণেই জীবনের সবচেয়ে বড় এই দিনে নিজের সংস্কৃতি এবং ঐতিহ্যের ছাপ তিনি রাখতে চেয়েছিলেন বিয়ের পোশাকে। আমরাও অবশ্য সেটাই করেছিলাম। কাঞ্জিভরম শাড়ির পাশাপাশি মানানসই জারদৌসি ব্লাউজ বানিয়ে দিয়েছিলাম। ঐশ্বর্যর শাড়ির দাম মোটেই ছিল না 75 লাখ টাকা। তবে ঠিক কত টাকা দাম ছিল সেটা এখন মনে নেই ‘। উল্লেখ্য, কেবলমাত্র ঐশ্বর্য রায়ের (Aiswarya Rai Bachchan) বাস্তব জীবনে বিয়ের পোশাক নয় বরং তাঁর অভিনীত ‘হাম দিল দে চুকে সানাম’, ‘দেবদাস’ ছবিগুলিতেও পোশাকের ডিজাইন করেছিলেন নীতা লুল্লা।
#Aishwarya #Rai #মডরন #লহঙগ #নয #বযত #কঞজভরম #শড #পরছলন #ঐশবরয #এর #দম #কত #জনন
Leave a Reply