September 25, 2023, 4:16 pm
Anurager Chhowa: নতুনদের ভিড়েও হারিয়ে যায়নি স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) বরং সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে জনপ্রিয়তা। বর্তমানে পাকা রুপার পাশাপাশি হিংসুটে সোনা জেনে গিয়েছে সমস্ত সত্য। একদিকে সূর্য-দীপার রসায়ন আর অন্যদিকে দুই ছোট্ট খুদের অসাধারণ অভিনয়। প্রতিটি সিরিয়াল প্রেমীদের মনে নতুন করে তৈরি করে নিয়েছে জায়গা। বলা ভালো, দর্শকদের কাছে এই সিরিয়ালটি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে।
সন্ধ্যা নামলেই কমবেশি প্রায় সকলেই বসে পড়েন ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) দেখতে। সোশ্যাল মিডিয়া খুললেও দেখা যায় এই সিরিয়াল নিয়ে দর্শকদের ক্রেজ। দর্শকদের কাছে ঠিক কতটা জনপ্রিয় এই সিরিয়াল তার প্রমাণ মেলে প্রতি সপ্তাহের টিআরপি তালিকাতে। প্রতিটি পর্বে একের পর এক ধামাকাদার কাহিনী নিয়ে হাজির হচ্ছে সিরিয়াল কর্তৃপক্ষ।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের ধামাকা পর্ব। গত পর্বে দেখা গিয়েছিল দীপার জন্যই সেনগুপ্ত বাড়িতে ফিরে আসতে পেরেছে সূর্য। আর বাড়ি ফিরে আসতেই মিশকার ব্যাপারে সমস্ত সত্য জেনে গিয়েছে সে। যদিও নিজের স্ত্রীকে বিশ্বাস না করে বরাবরের মতোই প্রিয় বান্ধবীকেই বিশ্বাস করেছেন সূর্য। অন্যদিকে দীপাকে সে সাফ জানিয়ে দেয়, ‘সোনা যদি তার মেয়ে হয় তাহলে দীপার হবেনা আর দীপার মেয়ে হলে তার মেয়ে হবে না’। এমনকি বাড়ি থেকে দীপাকে চলেও যেতে বলেন সূর্য।
সম্প্রতি যে পর্ব সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গেল, গোটা পরিবারের সঙ্গে জন্মদিন পালন করলেন সূর্য। রাতে দুই মেয়েকে নিয়েই ঘুমাতে যান তিনি। গোটা পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে রুপা এবং দীপা সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে চলে আসেন। ওইদিকে ঘুম থেকে উঠে দীপাকে দেখতে না পেয়ে গোটা বাড়ি মাথায় তুলে নেন লাবণ্য। কী হবে এবার? কোন দিকে এগোবে ধারাবাহিকের গল্প? দেখুন স্টার জলসা পর্দায়।
#Anurager #Chhowa #সরযর #কথ #ভব #রতর #অনধকর #রপক #নয #ঘর #ছডল #দপ #ফস #আগম #পরবর #টইষট
Leave a Reply