September 21, 2023, 8:03 am
Anurager Chhowa: রুদ্ররূপে সূর্য! সত্যি জানার পর এবার কোন অঘটন ঘটাবে সূর্য। টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’। বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় চলা জনপ্রিয় তথা বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকে বর্ণের ভেদাভেদ ভুলে সূর্য-দীপার (Surya-Dipa) প্রেম কাহিনী নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছিল সিরিয়ালের পর্দায়। এই ধারাবাহিকের মূল মন্ত্র হলো ‛রূপ নয় গুণই হলো মানুষের আসল পরিচয়’।
কিন্তু যতদিন এগিয়েছে ততই ধারাবাবাহিক একেকদিকে মোড় নিয়েছে। সূর্যর দীপাকে ভুল বোঝা, দীপার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, দীপার সন্তান জন্ম দেওয়া, সূর্যের জীবনে সোনার আগমন, ফের দীপা-সূর্যর দেখা হওয়া, মিশকার কিডন্যাপিং সহ নানান কিছু উঠে এসেছে সিরিয়ালের প্রতিটি পর্বে। তবে, এরই মাঝে এখন যে দুটি জিনিস বহমান তা হল সূর্যর দীপাকে (Surya-Dipa) ভুল বোঝা আর অন্যদিকে মিশকার (Mishka) শয়তানি।
তবে, এবার সত্যের মুখোমুখি হল সূর্য। আর সত্যি জানার পর কোন অঘটন ঘটাতে চলেছে সূর্য এখন তা নিয়েই দুশ্চিন্তায় ধারাবাহিকের ভক্তরা। সম্প্রতি স্টার জলসার অফিসিয়াল পেজ থেকে এই ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে যে, সোনা দীপাকে প্রশ্ন করছে যে, সে কেন সূর্যকে বলেনি যে, সেই তার আসল মা? আর তখন দীপা সোনাকে খানিকটা ধমকে বলে যে, একদিন তুই ঠিক বুঝবি কেন আমি সত্যিটা বলছি না।
আর ঠিক সেই মুহূর্তেই রুপা এসে বলে তোমরা কেন বলছো না হিংসুকুটি আর পচা মেয়ে যমজ বোন। তখন লাবন্য রুপাকে জানায় তোমরা ওভাবে তোমাদের মাকে বোলো না। তারপর সোনায় মাথায় হাত রেখে বলে যে, তোমাদের জন্মের পর আমিই তোমায় লুকিয়ে এ বাড়িতে নিয়ে এসেছিলাম। আর একথাই আড়াল থেকে সূর্য শুনে নেয়। যথারীতি একথা শুনে সে ক্ষেপে ওঠে। এমনকি আরও একবার দীপাকে ভুল বোঝে।
আর মনে মনে বলতে থাকে যে, তাহলে আমার সন্দেহই ঠিক হল দীপা। সোনা তোমারই কু-কর্মের ফল। এবার তোমরা আমার ভয়ঙ্কর রূপ দেখবে। সত্যি জানার পর অবশেষে কি করবে সূর্য! কোন ভয়ঙ্কর রূপই বা সে দেখাবে! এমনকি কোনদিকে এগোবে সূর্য-দীপার জীবন এখন সেটাই দেখার।
#Anurager #Chhowa #সনর #আসল #পরচয #জনর #পর #রদরমরত #ধরণ #করল #সরয #এবর #চরম #শসত #পব #দপ #পরকশয #নয #পরম
Leave a Reply