অনেক সময় দেখা যায় বিক্রি কমে যাওয়ার ফলে বিদ্যমান কিছু বাইক তুলে নেয় বিভিন্ন সংস্থা। তবে পুরনো জনপ্রিয়তাকে মাথায় রেখে আরো একবার নতুন রূপে হাজির করা হয় সেই বাইকগুলিকে। সেরকমই একটি বাইক ফিরিয়ে আনতে চলেছে জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘Hero Motocorp’। একসময় তাদের অতিপরিচিত একটি বাইক ছিল ‘Hero Hunk’। যেটি রীতিমতো প্রতিযোগিতায় ফেলতে সক্ষম ছিল ‘TVS Apache’কে।
তবে হঠাৎ বিক্রি কমে যাওয়ায় বাইকটি তুলে নিয়েছিল সংস্থা। এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই বাইকটিকে নতুন রূপে আনতে চলেছে তারা। আর বাইকটির নতুন লুক টেক্কা দেবে ‘Bajaj Pulsar’কে। কারণ, একদিকে যেমন এতে শক্তিশালী ইঞ্জিন রয়েছে, তেমনি ডিজাইনও নজরকাড়া। যদি আমরা এই বাইকের ইঞ্জিন দেখি তাহলে এতে রয়েছে ১৪৯ সিসি BS6 এয়ার কুল্ড ইঞ্জিন। যা সর্বাধিক ১৫.৬ পিএস শক্তি এবং ১৩.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।
সুরক্ষার জন্য দুই চাকাতেই ডুয়াল চ্যানেল এবিএস’যুক্ত ডিস্ক ব্রেক দেওয়া হবে। বাইকটি নিয়ন্ত্রণ করবে ৫-স্পীড গিয়ারবক্স। সাথে থাকবে ১৩ লিটারের ফ্যুয়েল ট্যাঙ্ক। ফলে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে সেটি ভীষণই সুবিধাজনক হবে। তবে এখানেই শেষ নয় এই বাইকটিতে আকর্ষণীয় সব ফিচার রয়েছে। যেমন ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, মোবাইল কানেকশন, রাইডিং মোড, নেভিগেশন ইত্যাদি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই বাইকটির মাইলেজ। কারণ, সেখানে প্রতি লিটারে ৬০-৬৫ কিলোমিটার পথ চলা যাবে।
দাম: বাইকটির এক্স-শোরুম মূল্য হতে পারে ৯৯,০০০ টাকা পর্যন্ত।
Leave a Reply