মার্ভেল নামটি অনেকেই শুনেছেন। এবার তার থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হল গাড়ি। আর সেই গাড়িটি হল TVS Raider যা একটি সুপার স্কোয়াড এডিশন। এতে একাধিক ফিচার্স নিয়ে আসা হয়েছে যার ফলে গাড়িটি হয়ে উঠেছে চমৎকার রকমের সুন্দর। বাজারে এটি অন্যতম একটি আকর্ষণীয় বাইক। তবে জানা যাচ্ছে, TVS Raider বাইককে টেক্কা দিতে পারে Bajaj Pulsar NS 125। তবে জেনে নেওয়া যাক কোন বাইকটি এগিয়ে বা কোন বাইকে কি কি ফিচার্স রয়েছে।
বাইক দু’টির পারফর্মেন্স ও ইঞ্জিন সম্পর্কে বলতে গেলে TVS Raider-এ রয়েছে ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটি ১১.২ হর্স পাওয়ার শক্তি ও ১১.২ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়া বাইকটিতে রয়েছে ৫ স্পীড গিয়ারবক্স। নিরাপত্তার জন্য বাইকের সামনের চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। এছাড়া টেলিস্কোপিক ফর্ক রয়েছে। পিছন চাকায় রয়েছে ড্রাম ব্রেক মনোশক সাসপেনশন।
Bajaj Pulsar NS 125 বাইকে রয়েছে ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটি ৮.৮২ হর্সপাওয়ার শক্তি ও ১১ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়া এতে রয়েছে ৫ স্পীড গিয়ারবক্স। বাইকটির সামনের চাকায় রয়েছে টেলিস্কোপিক ফর্ক। সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছন চাকায় ড্রাম ব্রেক রয়েছে। এটির পিছন চাকাতে রয়েছে মনোশক সাসপেনশন।
TVS Raider বাইকের ফিচার্স নিয়ে আলোচনা করতে গেলে এতে রয়েছে SmartXonnect ফিচার, ৫ ইঞ্চি TFT ইনস্ট্রুমেন্ট ডিসপ্লে। বাইকটিতে নিজের স্মার্টফোন সংযোগ করতে পারবেন। এই বাইকের রয়েছে দু’টি ভ্যারিয়েন্ট, যথা – ব্ল্যাক পান্থার ও আয়রন ম্যান। অপরদিকে Bajaj Pulsar NS 125 বাইকের ফিচার্স হিসেবে রয়েছে টেকোমিটার, স্পিডোমিটার, ট্রিপমিটার ডিজিটাল, ডিজিটাল ও অ্যানালগ ডিসপ্লে। তবে এই বাইকে কোনোরকম স্মার্টফোন কানেক্ট করার সুবিধা নেই।
দামের দিক থেকে বলতে গেলে TVS Raider বাইকের স্ট্যান্ডার্ড দাম ৯৫,২১৯ টাকা ও Bajaj Pulsar NS 125 বাইকটির দাম ১,০৬,৩৫৫ টাকা।
Leave a Reply