September 26, 2023, 8:52 am
ভোজপুরি ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে চলেছে তা সত্যি প্রশংসার জায়গা রাখে। অভিনেতা-অভিনেত্রী কার্যত সবাই মিলে এই সিনেমা দেশীয় স্তরে পৌঁছে দিচ্ছে। সাথেই আরও এক কারণ হলো সিনেমা গুলিতে মাখো মাখো প্রেম। হট নায়িকাদের কামুক অভিনয় দেখতেই বারংবার ছুঁটে আসেন সকলে। যেমন অভিনেত্রী অক্ষরা সিং (Akshara Singh) সম্পর্কে যতই বলা যায় কম হবে। দীর্ঘদিন যাবৎ তিনি ভোজপুরি সিনেমার সাথে যুক্ত। অন্যদিকে অভিনেতা পবন সিং (Pawan Singh) -কেও দেখা গেছে প্রচুর সিনেমায় দাপুটে অভিনয় করতে। এবারও কিন্তু এই জুটির দুর্দান্ত উষ্ণতায় পরিপূর্ণ একটি গান ভাইরাল (Viral) হয়েছে। সেই গান ও ভাইরাল ভিডিও নিয়ে জানাতেই আপনাদের জন্য আজকের এই প্রতিবেদন।
পুরোনো এই ভিডিওকে যে সাধারণ মানুষেরাই জীবন্ত করে রেখেছে তা বলার দরকার হবে না। আপনি চাইলে অক্ষরা সিং ও পবন সিংহের আরও ভিডিও দেখতে পারবেন।
#Bhojpuri #Song #বদশর #রসতয #হটসট #অকষরর #সথ #উষণ #রমনস #মতত #পবন #স #তমল #ভইরল #ভডও
Leave a Reply