September 30, 2023, 11:16 am
ভোজপুরি সিনেমা ও তার গান এখন সবসময়ই দর্শকদের মন কেড়ে নেয়। সেই সিনেমার নায়ক যদি হয় নিরহুয়া অর্থাৎ দীনেশ লাল যাদব তাহলে তো আর কথাই নেই। নিশ্চয়ই ভাবছেন নায়িকা কে? জানাবো তবে তার জন্য খানিক অপেক্ষা করতে হবে আপনাদের। নিরাহুয়ার সিনেমা রিলিজ মানেই হিট হবে। সেই সুবাদেই বারংবার সোশ্যাল মিডিয়া কাঁপাতে উপস্থিত হয় এই নায়ক। তবে আজ তার সিনেমা নয় বরং সিনেমার একটা হট গান ভাইরাল হয়েছে। সেই গান নিয়েই বিশেষভাবে হাজির হয়েছি আপনাদের জন্য। যে ভিডিও দেখলে এত উষ্ণতা আরও কয়েকগুন বৃদ্ধি পাবে।
সাথেই গান ও এই রোমান্স ভরা ভিডিওর প্রশংসা করেছেন সকলে। দর্শকদের কতটা পছন্দ হয়েছে তা কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে। আপনার কেমন লাগলো এই ভোজপুরি গান? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
#Bhojpuri #Video #বনধ #ঘর #হটসট #অকষরর #সথ #পরমর #সগর #ডব #দয #উষণ #রমনস #নরহযর #ভইরল #ভডও
Leave a Reply