সময় যত এগোচ্ছে ততোই গোটা দেশ জুড়ে জনপ্রিয় হয়ে উঠছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি (Bhojpuri Industry)। সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে ভোজপুরি গানের ভিডিও (Bhojpuri Video)। আর যদি নায়ক হন খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) তাহলে তো আর কথাই নেই। সম্প্রতি এই অভিনেতাকে ফের একবার দেখা গেল হট অবতারের। রোমান্সে মাতলেন অভিনেত্রী ইয়ামিনি সিং (Yamini Singh) এর সঙ্গে।
ভোজপুরি সিনে জগতে দর্শকদের মন কেড়েছেন খেসারি লাল যাদব। সামাজিক মাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা মোটেই কম নয়। বলা ভালো, প্রিয় অভিনেতার গান কখন মুক্তি পাবে সেই অপেক্ষায় মুখিয়ে বসে থাকেন ভক্তরা। আর এবার অনুরাগী মহলে উত্তেজনা বাড়িয়ে দিল খেসারি লাল যাদব এবং ইয়ামিনি সিং-এর একটি জনপ্রিয় গান। গানটি ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে।
Song : Kamar Mein Dard
Cast : খেসারি লাল যাদব (Khesari Lal Yadav), ইয়ামিনি সিং (Yamini Singh)
Singer : Khesari Lal Yadav & Neha Raj
Story : ভিডিওর শুরুতেই খেসারি লাল যাদব এবং ইয়ামিনিকে দেখা যাচ্ছে একে অপরের প্রতি ভালবাসা নিবেদন করতে। এরপরেই গানে ফুটে উঠেছে বেশ কিছু রোমান্টিক দৃশ্য। ভিডিওতে অভিনেত্রীকে দেখা গেছে শাড়ি পরে। অন্যদিকে খেসারি লালের পরনে ছিল শার্ট প্যান্ট। ভিডিওতে দুজনের কেমিস্ট্রি নজর কেড়েছে নেট নাগরিকদের।
YouTube Channel : Saregama Hum Bhojpuri নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে এই ভিডিও।
Views : 7 মাস আগের পুরনো এই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন 4.7 কোটি মানুষ। গানটি পছন্দ করেছেন 7.5 লাভ মানুষ।
সবশেষে বলাই যায়, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে খেসারি লাল যাদব এবং ইয়ামিনি সিং এর এই গানের ভিডিও।
Leave a Reply