1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
BMW-র জামানা শেষ! নয়া অবতারে দেশের বাজার কাঁপাতে আসছে Kawasaki এই দুই জাঁদরেল বাইক | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 4:45 am

BMW-র জামানা শেষ! নয়া অবতারে দেশের বাজার কাঁপাতে আসছে Kawasaki এই দুই জাঁদরেল বাইক | Newshost24 Safar

BMW-র জামানা শেষ! নয়া অবতারে দেশের বাজার কাঁপাতে আসছে Kawasaki এই দুই জাঁদরেল বাইক | Newshost24 Safar

BMW-র জামানা শেষ! নয়া অবতারে দেশের বাজার কাঁপাতে আসছে Kawasaki এই দুই জাঁদরেল বাইক | Sangbad Safar
BMW র জামানা শেষ! নয়া অবতারে দেশের বাজার কাঁপাতে আসছে Kawasaki

বিশ্বের দুয়ারে নজর কারা সব মডেল দেখিয়ে নিজেদের জাত চেনাতে ব্যস্ত বাইক কোম্পানিগুলি। তেমনি জাপানি টু হুইলার প্রস্তুতকারী সংস্থা Kawasaki, যে তাদের একাধিক বাইকের ঝলক দেখিয়েছে। তাদের স্পোর্টসবাইকগুলি ইতিমধ্যে নজর কেড়েছে গ্রাহকদের। তবে এবার সামনে এলো আরো এক দুর্দান্ত খবর।

জানা যাচ্ছে এই সংস্থা অবশেষে দেশে তার সর্বশেষ বিস্ময় 2024 Z H2 ও Z H2 SE চালু করেছে। যার দাম ক্রমান্বয়ে ২৩.৪৮ লক্ষ টাকা ও ২৭.৭৬ লক্ষ টাকা।

2024 Z H2 ও Z H2 SE: Design, specification এই দুটি ডিজাইন তার পূর্বসূরী থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি। Z H2তে ধরা পড়েছে একটি অ্যাগ্রেসিভ লুক‌। এছাড়াও এতে থাকতে পারে উন্মুক্ত ট্রেলিস ফ্রেম যা স্পোর্টি হেডল্যাম্প দ্বারা পরিপূর্ণ। অন্যান্য হাইলাইটেড বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে একটি Split seat, sleek ও slender tail section ও 17inch alloy wheel.

ইঞ্জিন: Z H2 টুইনগুলি একটি সুপার চার্জড ইনলাইন 4 ইঞ্জিন দ্বারা চালিত হয় যা থেকে আউটপুটের পরিমাণ 197.2 bhp শক্তি এবং ১৩৭ এনএম টর্ক। ৬ স্পিড গিয়ার বক্স সংযুক্ত থাকছে ইঞ্জিনটি। সংস্থার দাবি এটি একটি মসৃণ রাইডিং অভিজ্ঞতা দেবে।

চ্যাসিস: স্ট্যান্ডার্ড সংস্করণে একটি ম্যানুয়ালি সামঞ্জস্য যোগ্য সাসপেনসন সেটআপ থাকছে। SE ভেরিয়েন্টে SHOWA skyhook টেকনোলজি থাকছে যা একটি electronically adjustable shock absorption setup নিয়ে হাজির হবে‌। ব্রেকিংয়ের দ্বায়িত্ব সামলাতে থাকবে টুইন ৩২০ মিমি ফ্রন্ট ডিক্স ও সোলো ২৬০ মিমি রটার।

Kawasaki Z H2 রেঞ্জ Ducati Street fighter v4 ও BMW S 1000 R এর মত প্রতিদ্বন্দ্বিতা করবে। কোম্পানির দাবি পারফরম্যান্স ডিজাইন এবং প্রযুক্তি দিক থেকে সেরা সেরা হয়ে উঠবে এটি।


#BMWর #জমন #শষ #নয় #অবতর #দশর #বজর #কপত #আসছ #Kawasaki #এই #দই #জদরল #বইক #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews