September 25, 2023, 3:40 pm
Brain Teaser: সোশ্যাল মিডিয়ার দৌলতে বাড়িতে বসেই দেশ বিদেশের নানান খুঁটিনাটি জেনে যাচ্ছেন আমজনতা। চারিপাশে ঘটে যাওয়া নানান রকম ঘটনা, সন্ত্রাস, হানাহানি, এমনকি অপ্রত্যাশিত বেশ কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসছে মানুষের সামনে। যদিও সমস্ত ঘটনা রটনার পরেও মজার কিছু নজর কাড়ছে সাধারণের। আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নানান ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) কিংবা ব্রেন টিজারের (Brain Teaser) ছবি। অবসর সময় এই ধাঁধাঁগুলির সমাধান করতে ভালোবাসেন নেটিজেনরা।
Newshost24.com আপনাদের কথা ভেবে মাঝেমধ্যেই নিয়ে আসে নানা ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) কিংবা ব্রেন টিজারের (Brain Teaser) মতো খেলা। এবারেও হলো না তার অন্যথা। অন্যদিনের তুলনায় আজকের খেলা বেশ কিছুটা ব্যতিক্রমী।
Today’s Brain Teaser:
আজকের প্রতিবেদনে আমরা যে খেলাটি নিয়ে হাজির হয়েছি সেখানে কোনো অক্ষর বা সংখ্যা খুঁজে বার করতে হবে না। দুটি ছবির মধ্যে করতে হবে না পার্থক্য। বরং বুদ্ধির মাধ্যমে উত্তর দিতে হবে খেলার। আসলে আজকে একটি অঙ্কের সমাধান করতে হবে আপনাদের। সময় কিন্তু হাতে গোনা মাত্র 10 সেকেন্ড।
সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
সময় শেষ এবার উত্তর দেখে নেওয়ার পালা।
প্রথমেই বলেছি আজকের ছবিটিতে একটি অঙ্কের সমাধান করতে হবে। চলুন দেখে নেওয়া যাক উত্তর। ছবিতে বেশ কয়েকটি ঘর পূর্ণ থাকতে দেখা গেলেও একটি মাত্র ঘর রয়েছে ফাঁকা। সেখানেই বসাতে হবে সঠিক উত্তর।
2 ³ +1=9
3 ³ +1=28
4 ³ +1=65
5 ³ +1=126
6 ³ +1=217
7 ³ +1=344
অর্থাৎ উত্তরটি হল 344। সময়ের মধ্যে যারা জবাব দিতে পেরেছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা। তবে যারা উত্তর দিতে পারেননি তারা অপেক্ষা করুন। আবার এমন অনেক খেলা নিয়ে হাজির হবো আমরা।
#Brain #Teaser #বলন #ত #ফক #সথন #কত #বসব #এই #অঙকর #সমধন #করত #পরলই #আপন #জনযস
Leave a Reply