আপনি কতটা বুদ্ধিমান তা নির্ভর করে আপনার আইকিউ (IQ) কেমন তার উপর। কিন্তু আপনার আইকিউ কেমন কিভাবে বুঝবেন বা পরীক্ষা করবেন? আইকিউ পরীক্ষার জন্য অনেক ধরণের উপায় রয়েছে। তবে বহু চর্চিত উপায়টি হলো ধাঁধাঁ বা ব্রেন টিজারের (Brain Teaser) সমাধান করা। ধাঁধাঁর সমাধানের মধ্যে দিয়ে আইকিউ বাড়ানোও সম্ভব। গবেষণা বলছে, যারা নিয়মিত ধাঁধাঁ খেলেন বা পাজেল সমাধান করে তাদের মস্তিক খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে।
ব্রেন টিজার এক ধরণের পাজল। যা গভীর চিন্তার মাধ্যমে সমাধান করতে হবে। আর এই ব্রেন টিজারের একটি অংশ হলো ম্যাচস্টিক পাজল। এটিতে ছবির পাজল, গাণিতিক পাজেল ও ধাঁধাঁ অন্তর্ভুক্ত। যে সমস্ত ব্যাক্তি কঠিন ধাঁধাঁ সমস্যা করতে পছন্দ করেন, তাদের অবশ্যই ম্যাচস্টিক পাজল সমাধান করার চ্যালেঞ্জ নেওয়া উচিত।
আপনি কি নিজেকে একজন ব্রেন টিজার বিশেষজ্ঞ মনে করেন? তাহলে আপনার জননী আজ একটি ম্যাচস্টিক পাজল চ্যালেঞ্জ রয়েছে। এটি সমাধান করে আপনি আপনার বুদ্ধির পরীক্ষা দিন। ছবিতে দেখতে পাচ্ছেন 9-0=5 দেওয়া আছে, যা ম্যাচস্টিক দিয়ে সাজানো। আপনাকে যেটা করতে হবে তা হলো, উপরিউক্ত 9-0 থেকে যে কোনো একটা ম্যাচস্টিক সরিয়ে মান 5 বের করতে হবে। মনে রাখবেন মাত্র একটি ম্যাচস্টিক সরিয়ে এটা করতে পারবেন।
ম্যাচস্টিক পাজেল মনোযোগ সহকারে দেখুন এবং উত্তর দেওয়ার চেষ্টা করুন। সমাধান করতে পারলে তা লিখে জানান কমেন্ট বক্সে। অনেকেই এর মধ্যে সমাধান করে ফেলেছে। আবার অনেকে গভীর চিন্তায় পড়েছে। যাইহোক, আমরা আপনাদের সমাধানটা করিয়ে দিচ্ছি।
ছবিতে ম্যাচস্টিক দিয়ে সাজানো 9-0 এর 9 থেকে একটা ম্যাচস্টিক সরিয়ে 9 টা 5 করুন এবং ঐ সরানো একটা ম্যাচস্টিকটি মাইনাস চিহ্নে (-) দিয়ে সেটা প্লাস (+) এ রূপান্তর করুন। এরপর তাহলে দাড়ালো 5+0=5। আর 5 এর সঙ্গে শূন্য যোগ করলে উত্তর 5 ই হবে।
Leave a Reply