বাইকের দুনিয়ায় একটি জনপ্রিয় নাম হল রয়্যাল এনফিল্ড। অত্যাধুনিক নতুন প্রযুক্তির বাইক এনে সকলকে চমকই দেয় রয়্যাল এনফিল্ড। বর্তমানে এই সংস্থা একাধিক মডেলর উপর কাজ শুরু করেছে যা আগামী দিনে আন্তর্জাতিক বাজারে লঞ্চ হতে চলেছে।
জানা যাচ্ছে, চলতি বছরে এই সংস্থা বেশ কিছু বাইক আনতে চলেছে। জানা যাচ্ছে, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সংস্থা এবার আনতে চলেছে ৩৫০, ৪৫০, ৬৫০ ও ৭৫০ সিসি ইঞ্জিনের একাধিক বাইক। চলতি বছরে যে বাইক তারা আনতে চলেছে তা হল Royal Enfield Himalayan 450 ও Bullet 350।
Royal Enfield Himalayan 450: তবে এবার জেনে নেওয়া যাক আসন্ন বাইকটি সম্পর্কে। বাইকটি অমসৃণ ও অসমতল রাস্তায় চলতে বেশ সুবিধাজনক। কিছু মাসে আগে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্ত লাল বাইকটির একটি ছবি পোস্ট করেন। গাড়িটিতে থাকবে ৪৫০ সিসি ইঞ্জিন যা সংস্থার একটি নতুন মডেল। এটিতে থাকবে ৬ স্পীড গিয়ারবক্স, অফ-সেট রিয়ার সাসপেনশন, ডুয়েল চ্যানেল এবিএস, আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক ইত্যাদি।
Royal Enfield Bullet 350: অপরদিকে বুলেটে থাকছে SOHC এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন।, কারিগরি বৈশিষ্ট্য সহ একধিক ফিচার্স। টেস্টিং-এর সময় এই বাইকটির ঝলক কয়েকবার দেখা গিয়েছে।
Leave a Reply