September 25, 2023, 3:57 pm
Dark Underarms : গ্রীষ্মের সময়ে ঘাম হওয়াটাই স্বাভাবিক। আর এই ঘামের কারণেই ঘাড়ে এবং গলায় দেখা যায় কালো মোটা দাগ (Dark Underarms)। এই দাগ থাকলে পরা যায় না স্লিপলেস পোশাক। তবে কেবলমাত্র ঘামের কারণেই নয়, ওবেসিটির সমস্যা থাকলেও দেখা যেতে পারে এই কালো দাগ। এমনকি ঘাড়ে-বগলের কালো দাগ থাইরয়েডের লক্ষণ।
এই কালো দাগ (Dark Underarms) দূর করতে রোজ নিয়ম করে সাবান মেখে করতে হবে স্নান। পাশাপাশি ব্যবহার করতে হবে ভালো ময়েশ্চারাইজার। তবে এতেও যদি কাজ না হয় সে ক্ষেত্রে বেশ কিছু ঘরোয়া টিপস ব্যবহার করা যেতে পারে। প্রতি সপ্তাহে মাত্র দুদিন ব্যবহার করতে হবে এই ঘরোয়া টোটকা। তাহলেই চিরতরে বিদায় নেবে ঘাড়-বগলের কালো দাগ (Dark Underarms)।
প্রথমে একটি বাটিতে নিতে হবে দেড় চামচের মতো চালের গুঁড়ো, মিশিয়ে নিতে হবে এক চামচ বেকিং পাউডার, এরপর এর মধ্যে মিশিয়ে নিতে হবে চিনি। মিশাতে হবে অর্ধেক পাতি লেবুর রস। এই মিশ্রণের মধ্যে অল্প সামান্য জল দিয়ে তা ভালো করে মিশিয়ে নিতে হবে। স্নানের আগে পিঠে, ঘাড়ে, হাতে এবং বগলে খুব ভালো করে এই প্যাক লাগিয়ে নিতে হবে। এই প্যাক লাগানো যাবে হাঁটু এবং কনুইতেও। মাত্র 10 মিনিট রাখার পর লেবুর খোসা দিয়ে ঘষে তুলে দিতে হবে।
এবার এক চামচ সাদা কোনোও টুথপেস্ট, এক চামচ অ্যালোভেরা জেল এবং গ্লিসারিন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সেই মিশ্রণটি ঘাড়ে এবং গলায় ভালো করে লাগিয়ে নিতে হবে। হালকা হাতে করতে হবে ম্যাসাজ। এবার মোটা একটি তোয়ালে খুব ভালো করে জলে ভিজিয়ে তা দিয়ে মুছে নিতে হবে। ওষুধের দোকান থেকে যেকোনো মেডিকেটেড ক্রিম এনে লাগিয়ে নিতে হবে। সপ্তাহে অন্তত দুদিন এই কাজ করলেই চিরতরে বিদায় নেবে ঘাড়ের-বগলের কালো দাগ।
#Dark #Underarms #নমষই #দর #হব #ঘড #ও #বগলর #জদ #দগ #মন #চলন #এই #সহজ #ঘরয #পদধত
Leave a Reply