September 21, 2023, 7:51 am
ছোট পর্দায় জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। বহু ধারাবাহিকে কাজ করলেও তাঁর জনপ্রিয়তা এসেছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ এর হাত ধরে। কেবলমাত্র এপার বাংলা নয়। ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় তিনি। সিরিয়াল শ্যুটিং এর শেষের দিনেই মিলেছিল সেই প্রমাণ। এই ধারাবাহিকে কাজ করার পরেই বদলে গিয়েছে তাঁর ভাগ্য। খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে এই নায়িকাকে। তাও আবার টলিউডের সুপারস্টার দেবের (Dev) বিপরীতে।
বাঙালি সিরিয়াল প্রেমীদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। 50 বারেরও বেশি বেঙ্গল টপার হয়েছে ‘মিঠাই‘। সিরিয়াল শেষ হওয়ার আগেই জানা গিয়েছিল এবার বড় পর্দায় লাফ মারতে চলেছেন তিনি। যদিও সেই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় নানান গুঞ্জন। সমালোচকদের দাবি, দেবের পা চেটেই নাকি এই সুযোগ পেয়েছেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয় নিয়ে বহুবার মুখ খুলেছেন পর্দার মিঠাই। আর এবার এই প্রসঙ্গ উঠতেই বেঁকে বসলেন দেব (Dev)।
সম্প্রতি এক সাংবাদিক সাক্ষাৎকারে টলিউড অভিনেতা জানান, ‘ব্যক্তিগত কারণে কাউকে অভিনয় জগতে সুযোগ দেওয়া হয়নি। বরং ছবিতে নায়িকার যে চরিত্রটি তুলে ধরা হয়েছে সেটি ভীষণ মানিয়েছে সৌমিতৃষার (Soumitrisha Kundu) সঙ্গে। আর সে কারণেই বেছে নেওয়া হয়েছে তাঁকে।
দেবের সংযোজন, ‘বর্তমানে আমরা চাইছি ক্যারেক্টার নির্ভর ছবিতে কাজ করতে। ‘বাঘাযতীন’ ছবির জন্য নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলেছিলাম। হেয়ার স্টাইল থেকে হাঁটাচলা, সবেতেই পরিবর্তনের প্রয়োজন পড়েছিল। সেবারেও অডিশনের মাধ্যমে অভিনেত্রী হিসেবে চূড়ান্ত করা হয়েছিল সৃজলাকে। আর এবারও কিন্তু অন্যথা হয়নি। অন্যান্য অভিনেত্রীদের সঙ্গে অডিশন দিতে হয়েছে সৌমিতৃষাকে।
উল্লেখ্য চলতি বছরের শেষে বক্স অফিসে মুক্তি পেতে চলেছে অতনু রায়চৌধুরী প্রযোজিত ছবি ‘প্রধান’ (Pradhan)। এই ছবির হাত ধরেই বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। সূত্রের খবর, চলতি মাসেই শুরু হবে ছবির শ্যুটিং।
#DevSoumitrisha #প #চট #পরধনএ #অভনযর #সযগ #পযছন #সমতষ #বতরক #নয #মখ #খললন #দব
Leave a Reply