বর্তমান সময়ে একাধিক ইলেকট্রিক যানবাহন বাজারে উপলব্ধ রয়েছে। যেখানে অন্যতম হলো ইলেকট্রিক সাইকেল। ইতিমধ্যে একাধিক সংস্থা উন্নত মানের ইলেকট্রিক সাইকেল এনেছে গ্রাহকদের জন্য। আজ আমরা সেরকমই দুটি সাইকেল সম্পর্কে আলোচনা করবো। যেগুলির ফিচার্স এবং দাম দেখে আপনারা বুঝতে পারবেন কোনটি কেনা আপনাদের জন্য লাভজনক হবে। এই সাইকেলগুলি হলো ‘Tata Stryder Zeeta Plus’ এবং ‘EMotorad X1’।
Tata Stryder Zeeta Plus: এতে রয়েছে 36V 6Ah ব্যাটারীপ্যাক। সম্পূর্ণ চার্জ হতে যা সময় নেয় ৩ ঘন্টা। আর একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে সেটা চলতে পারে ৩০ কিলোমিটার পথ। যেখানে সর্বোচ্চ গতি হয় ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। একইসাথে রয়েছে ২৫০ ওয়াট BLDC মোটর এবং সুরক্ষার জন্য ডিস্ক ব্রেক। এখানেই শেষ নয় এতে একটি SOC ডিসপ্লে দেওয়া হয়েছে।
দুটি রঙে উপলব্ধ এই সাইকেলটির দাম ২৬,৯৯৫ টাকা।
EMotorad X1: এতে রয়েছে অপসারণযোগ্য 36 V 7.65Ah ব্যাটারীপ্যাক। সাথে রয়েছে 2A চার্জার। ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৪ ঘন্টা। সম্পূর্ণ চার্জ দিলে এই সাইকেলটি ৪০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। যেখানে সর্বোচ্চ গতি থাকে ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। সঙ্গে পাবেন ২৫০ ওয়াট মোটর। একইসাথে সুরক্ষার দিকটিকে উন্নত করতে রয়েছে ডুয়াল মেকানিক ডিস্ক ব্রেক। এছাড়া সামনে রয়েছে লাইটিং এবং ডিসপ্লে।
দুটি রঙে উপলব্ধ এই সাইকেলের দাম ২৪,৯৯৯ টাকা।
Leave a Reply