টিম ইন্ডিয়ার হয়ে ৬৬৪ টি ম্যাচ, ৭৮২ টি ইনিংস ৩৪৩৬৭৮ রান..এমনকি একশোটি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। এমন রেকর্ড যা বিশ্বে কারো নেই আর এর জন্যই ক্রিকেটের ভগবান তিনি.. বলা হচ্ছে ক্রিকেট জগতের নক্ষত্র সচিন তেন্ডুলকারের কথা। টেস্ট হোক বা ওডিআই যে কোনো ফরম্যাটে খেলাকে দৃষ্টিনন্দন করে তুলেছেন। তার ক্রিকেটজীবন নিয়ে অনেকেরই অনেক কিছু জানেন। কিন্তু জানেন কি ব্যক্তিগত জীবনে তিনি কতটা সৌখিন!
কেবল বিলাসবহুল বাড়ি নয় তার সংগ্রহের আছে একাধিক দামি দামি গাড়ি। আজকে প্রতিবেদনে তুলে ধরা হলো তার বিলাসবহুল জীবনের কিছু ছবি। জানলে অবাক হবেন মুম্বাইতে আসা অনেক ভক্ত এই কিংবদন্তি ব্যাটসম্যানের বাসভবনের ছবি তোলার জন্য তার বাড়ির বাইরে থামেন। ক্রিকেটের প্রতি তার একনিষ্ঠ অধ্যাবসায় তাকে এক কামরার ঘর থেকে প্রাসাদে তুলে এনেছে।
বিশ্ব ক্রিকেটে তো বটেই দেশের অন্যতম আর্থিক প্রভাবশালী ব্যক্তি হিসেবে তার নাম সামনে আসে। ক্রিকেট তার আয়ের প্রথম উৎস হলেও বিভিন্ন বিজ্ঞাপন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং চুক্তি থেকে তিনি প্রচুর অর্থ কামিয়েছেন। তবে এ তো গেল বাড়ি ও সম্পত্তির কথা। কিন্তু শচীনের গাড়ির প্রতি অনুরাগের কথা অনেকের অজানা।
তিনি গাড়ি খুব ভালোবাসেন, সে কারণেই বিলাসবহুল গাড়ির নতুন কোন মডেল এলে সেটা তিনি কিনে নেন। সূত্রের খবর তার গ্যারেজে কমপক্ষে ১০ টি গাড়ি রয়েছে। Lamborghini urus S গাড়ির কালেকশনে নতুন সংযোজন। যার দাম ৪.১৮ কোটি টাকা। তার সংগ্রহের প্রতিটি ব্যতিক্রমী সংযোজন বাড়তে থাকে। গাড়িগুলির আকর্ষণীয় ডিজাইন ব্যতিক্রমী পারফরমেন্স ও অতুলনীয় বিলাসিতা চোখধাঁধানো।
others car collection-
MARUTI 800
BMW I8
BMW M6 Gran Coupe
FERRARI 360 Modena
BMW M5 ৩০ jahre Edition
BMW X5 M
BMW5 series , 7 series
porsche 911 Turbo S
Nissan GT-R Egoist edition
Leave a Reply