September 25, 2023, 5:07 pm
Knowledge Story: বর্তমানে 8 থেকে 80 সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। আর এই স্মার্টফোন এবং ইন্টারনেটের যুগে সবকিছুই হাতের মুঠোয়। যে কোনো প্রশ্নের উত্তর সহজেই খুঁজে পাওয়া যায় গুগুলে। তবে এসবের পাশাপাশি সাধারণ জ্ঞান সম্পর্কেও থাকতে হবে অবগত। আসলে বর্তমান সময় সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরির ইন্টারভিউতে সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন করা হয়। আর তাই যারা চাকরির সন্ধান করছেন তাদের এই বিষয়ে থাকতে হবে অবগত।
Newshost24.com মাঝেমধ্যেই আপনাদের জন্য নানান ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে হাজির হয়। আজকেও হলো না তার অন্যথা। আজকের প্রতিবেদনে একটি নয় বরং বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরা হলো। যে প্রশ্নগুলির উত্তর দিতে গিয়ে রীতিমত কালঘাম ছুটে যাচ্ছে চাকরিপ্রার্থীদের। দেখুনতো আপনার উত্তরগুলো জানা আছে কিনা?
1) গোটা বিশ্বজুড়ে সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ রয়েছেন?
2) বিশ্বের কোন দেশের প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়েছিল?
3) বিশ্বের সবথেকে সুখী দেশ কোনটি?
4) কোন দেশে সবথেকে বেশি পরিমাণে শূকর পাওয়া যায়?
5) লিপস্টিক লাগানোর ফলে কোন রোগ হতে পারে?
6) কোন রং দেখে সাপ পাগল হয়ে যায়?
7) বলুন তো ভারতের জাতীয় মাছ কোনটি?
#General #Knowledge #বলন #ত #ভরতর #ভরতর #জতয #মছ #ক #৯৯ #মনষ #সঠক #উততর #দত #বযরথ
Leave a Reply