September 25, 2023, 4:56 pm
Halud Totka : হলুদের নানান গুণ। প্রাচীনকাল থেকেই আমাদের দেশে গুরুত্ব রয়েছে এই মসলার। কেবলমাত্র রান্নার মসলা হিসেবে যে হলুদ ব্যবহার করা হয় এমনটা কিন্তু নয়। ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতেও এর জুড়ি মেলা ভার। এমনকি রোজ সকালে এক টুকরো কাঁচা হলুদ খেলেই মিটে যাবে নানান অসুখ। বাড়বে ইমিউনিটি। মুক্তি মিলবে গ্যাস অম্বলের হাত থেকে, ক্ষমতা বাড়বে মস্তিষ্কের। এমনকি বয়সজনিত নানান রোগের প্রকোপ কমিয়ে দেবে হলুদ। সবচেয়ে বড় কথা হলো বাস্তুশাস্ত্রে (Vastu Shastra) ব্যাপক জনপ্রিয়তা রয়েছে হলুদের।
আসলে প্রতিটি ভগবানের পূজোতে উৎসর্গ করা হয় আলাদা আলাদা জিনিস। ঠিক তেমনই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে খুশি করতে হলে উৎসর্গ করা যেতে পারে হলুদ। অন্তত এমনটাই বলা আছে বাস্তুশাস্ত্রে। লক্ষ্মী এবং বিষ্ণুর আশীর্বাদ পেতে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার নিয়ম মেনে করতে হবে পুজো। এই দিনেই উৎসর্গ করতে হবে হলুদ। তাহলেই পাওয়া যাবে ভগবানের আশীর্বাদ।
#Haluder #Totka #অরথবদযবদধত #হবন #এক #নমবর #মন #চলন #হলদর #এই #সহজ #টটক #ফল #পবন #হতনত
Leave a Reply