খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে ‘হণ্ডা’ সংস্থার নতুন গাড়ি ‘Elevate’। তবে এর মাঝেই বিদ্যমান কয়েকটি গাড়িতে দুর্দান্ত ছাড়ের কথা ঘোষণা করলে সংস্থা। মূলত পেট্রোলচালিত ভ্যারিয়েন্টগুলিতে এই ছাড় পাওয়া যাবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক কোন গাড়িতে কত টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকেরা।
Honda City- এই গাড়িতে মোট ৭৩,০০০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। যেখানে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, লয়ালটি বোনাস ও কর্পোরেট ডিসকাউন্ট মিলিয়ে মোট ৫৩,০০০ টাকা ছাড়। এছাড়া ২০,০০০ টাকা ছাড় পাওয়া যাবে ‘হণ্ডা টু হণ্ডা’ অফারের আওতায়। বর্তমানে এই গাড়ির দাম রয়েছে ১১.৫৮ লক্ষ থেকে ১৬.০৫ লক্ষ টাকা।
Honda City Hybrid- এই গাড়িতে পাওয়া যাবে ৪০,০০০ টাকা ক্যাশ ডিসকাউন্ট অফার। আপাতত অন্য কোনো ছাড় এই গাড়িতে উপলব্ধ নেই। বর্তমানে এটির দাম রয়েছে ১৮.৮৯ লক্ষ থেকে ২০.৩৯ লক্ষ টাকা।
Honda Amaze- যদিও এই গাড়িতে এক্সচেঞ্জ বোনাস অফার প্রযোজ্য নেই। তবে এখানে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, কর্পোরেট ডিসকাউন্ট এবং লয়ালটি বোনাস। সবমিলিয়ে এই গাড়িতে ২১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। বর্তমানে এই গাড়ির দাম রয়েছে ৭.০৭ লক্ষ থেকে ৯.৬৮ লক্ষ টাকা।
Leave a Reply