September 30, 2023, 11:11 am
How to win Lottery: সহজ উপায় বেশি টাকা আয় করতে পছন্দ করেন প্রায় সকলেই। তবে বর্তমানে ঘটছে এর উল্টোটা। দিনের পর দিন বেড়ে চলেছে কাজ কিন্তু আয়ের অঙ্কটা যেন এক জায়গাতেই দাঁড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংসার চালাতে নাকানি চোবানি খেতে হচ্ছে সাধারণকে। আর সে কারণেই অফিস থেকে বাড়ি ফেরার পথে অনেকেই কিনে নিচ্ছেন লটারি (Lottery)।
লটারির টিকিটেই (Lottery) হওয়া যায় লাখপতি। এই একটি জিনিস রাতারাতি বদলে দিতে পারে আপনার ভাগ্যের চাকা। প্রায় প্রত্যেকদিন কেউ না কেউ লটারির টিকিট কেটে জিতে নিচ্ছেন মোটা অঙ্কের টাকার পুরস্কার। আর সে কারণেই দিনের পর দিন চাহিদা বাড়ছে লটারি টিকিটের। আপনার মনেও কী এমন ইচ্ছে আছে? বুঝতে পারছেন না কীভাবে লটারি কিনলে লাখপতি হওয়া যায়? তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
How to win Lottery
লটারির টিকিটে ভাগ্য চমকাতে হলে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম।
1) ধরুন আগে খেলাতে পুরস্কার পেয়েছে 3, 5, 7, 9 এই ঘরের টিকিটের সংখ্যাগুলি। তাহলে পরের দিন বা পরের বারের খেলাতে পুরস্কার পাওয়ার সম্ভবনা রয়েছে 2, 4, 6, 8 ঘরের সংখ্যা।
2) ধরুন কোনো লটারির দ্বিতীয় সংখ্যাটি 53 এক্ষেত্রে শেষ সংখ্যাটি আপনাকে এমন ভাবে নির্বাচন করতে হবে যার সাথে 3 এর বিয়োগফল -1, 0, 1 হবে।
3) দেখে নিতে হবে মীরার রিফ্লেকশন। যেমন ধরুন 23432, 63036, 71917, 78387 এ ধরনের নাম্বারগুলিকে বলা হয় মীরার রিফ্লেকশন নাম্বার। এই নাম্বারের টিকিট কেটেও দেখা যেতে পারে।
4) কেবলমাত্র টিকিট নম্বর দেখলেই হবে না। আপনি কোন জায়গা থেকে লটারির টিকিট কাটছেন সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সর্বদা এমন কাউন্টার থেকে টিকিট কাটা উচিত যেখানে বেশি সংখ্যক টিকিট রয়েছে। এতে আপনার কাছে থাকবে পছন্দ করার বেশি সুযোগ।
5) বেছে নেওয়া যেতে পারে ব্যক্তিগত নম্বর। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনার জন্মদিন কিংবা স্ত্রীর জন্মদিন, অথবা বিবাহবার্ষিকী।
Disclaimer: তবে মাথায় রাখবেন, লটারি জেতার জন্য যত কৌশলই করুন না কেন এই খেলাটি কিন্তু সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের ওপর। তাই কোনোরকম আর্থিক ক্ষতি হলে Newshost24.com কে দায়ী করবেন না।
#win #lottery #রতরত #লখপত #হত #চন #লটর #কটর #আগ #মথয #রখন #এই #৫ #ট #টপস
Leave a Reply