September 21, 2023, 9:23 am
Interview Questions : কোনো রকমে কলেজটুকু পাশ করেই চাকরি করতে হবে। বর্তমান তরুণ প্রজন্মের কাছে এটাই যেন সবচেয়ে বড় স্বপ্ন। আসলে জনসংখ্যার নিরিখে আমাদের দেশে চাকরির পদের সংখ্যাটা দিনে দিনে অনেকটাই কমে যাচ্ছে। সরকারি চাকরির আসা প্রায় ছেড়েই দিয়েছে তরুণ প্রজন্ম। আর তাই বাধ্য হয়ে ভরসা রাখতে হচ্ছে বেসরকারি চাকরিতে।
তবে চাকরি সরকারই হোক কিংবা বেসরকারি। লিখিত হোক বা ইন্টারভিউ, দুই ক্ষেত্রেই কিন্তু সাধারণ জ্ঞান নিয়ে নানান রকম প্রশ্ন করা হয় চাকরিপ্রার্থীদের। মাঝেমধ্যেই বিভ্রান্ত করার জন্য এমন বেশ কিছু প্রশ্ন করা হয় যেগুলির উত্তর দিতে গিয়ে ঘাবড়ে যান চাকরি প্রার্থীরা। আর তাই সকলের সাধারণ জ্ঞান বাড়াতে আমরা মাঝেমধ্যেই নানান ধরনের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হই। আজও চলে এসেছি আমরা।
Unknown Facts : কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে ও মাটিতে
বুদ্ধির খেলা : সংকেত দেখে বলতে ছবিতে কোন ফলের কথা বলা হয়েছে
ভুলে যাবেন দীঘা-পুরীর সৌন্দর্য! এবারের ছুটিতে যাত্রা হোক
Matchstick Puzzle: 6+5=10, একটা কাঠি উঠিয়ে নিলেই মিলবে অংক,
চোখের ধাঁধা : আপনার দৃষ্টিশক্তি ৫০/৫০ হলে ‘Z’-এর
দেশলাই কাঠির ধাঁধা: 5+3=12, একটি কাঠি যোগ করলেই মিলে যাবে অঙ
Matchstick Puzzle : 2-7=3, একটি কাঠির স্থান পরিবর্তন করলেই ম
গানিতিক ধাঁধা: 6, 25, 62, 123, ?, বলুন তো এই অঙ্কটির উত্তর ক
বুদ্ধির খেলা : 6+0=8, একটি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, সঠিক
বুদ্ধির খেলা : ছবিতে সংকেত দিয়ে বোঝানো হয়েছে একটি ফলের নাম
1) কোন দেশে আয়োজন করা হচ্ছে ওয়ার্ল্ড কফি কনফারেন্স?
উত্তর : খুব শীঘ্রই আমাদের দেশ ভারতে ওয়ার্ল্ড কফি কনফারেন্স হোস্ট করা হবে।
2) লোকমান্য তিলক অ্যাওয়ার্ড কে পেয়েছেন?
উত্তর : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেয়েছেন লোকমান্য তিলক অ্যাওয়ার্ড।
3) শ্রীলঙ্কা অ্যাথলেটিক্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023 থেকে ভারতের এলো কটি মেডেল?
উত্তর : 14 টি।
4) কোন দেশ রুবেলা নামক ভাইরাসটিকে সফলভাবে নির্মূল ঘোষণা করেছে?
উত্তর : ভুটান।
5) টেলিকম ডিপার্টমেন্টের সেক্রেটারি আসনে বসানো হয়েছে কাকে?
উত্তর : অপূর্ব চন্দ্র
6) ইন্ডিয়ান আর্মির হাত ধরে কোথায় উদ্বোধন করা হলো অমৃত সরোবর?
উত্তর : অরুণাচল প্রদেশ
7) বলুনতো দেখি হাতিদের গতিবিধি নির্ধারণ করা হয় কোন রাজ্যে?
উত্তর : সম্প্রতি ঝাড়খণ্ডে লঞ্চ করা হয়েছে একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে হাতিদের গতিবিধি খুব সহজেই ট্র্যাক করা যাবে।
8) Interview Question : একজন স্ত্রী তার স্বামীকে শরীরের কোন অংশটি স্পর্শ করতে দেয় না?
উত্তর : পা (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।
#Interview #Question #একজন #সতর #তর #সবমক #শররর #কন #অশট #সপরশ #করত #দয #ন
Leave a Reply