September 30, 2023, 11:08 am
Interview Questions : চাকরির ইঁদুর দৌড়ে একে অপরকে টেক্কা দিয়ে চলেছে তরুণ প্রজন্ম। চাকরি খুঁজতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তারা। তবে বর্তমানে আমাদের দেশে চাকরির অবস্থা যা তাতে তরুণ প্রজন্মের কপালে দেখা যাচ্ছে চিন্তার ভাঁজ। ভালো চাকরি পেতে গেলে কেবলমাত্র পুঁথিগত বিদ্যা থাকলে চলবে না। প্রয়োজন সাধারণ জ্ঞান। সরকারি চাকরির পরীক্ষা হোক কিংবা বেসরকারি চাকরির ইন্টারভিউ সবেতেই সাধারণ জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হয় চাকরিপ্রার্থীদের।
আপনাদের সাধারণ জ্ঞান বাড়াতে নিত্যদিন Newshost24 নানান ধরনের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়। আজও চলে এসেছি আমরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তর।
1) বর্তমানে Qualcomm India- র প্রেসিডেন্ট কে?
উত্তর : সভি সইন
2) কোন অভিনেত্রী পেতে চলেছেন ‘Diversity In Cinema Award’?
উত্তর : স্রুনাল ঠাকুর।
3) ‘Monsoon’ শিরোনাম বইটি কে লিখেছেন?
উত্তর : অভিয় কে.।
4) জ্ঞানেন্দ্র মাল্লা কোন দেশের ক্রিকেটার ছিলেন?
উত্তর : নেপাল। সম্প্রতি তিনি অবসর গ্রহণ করলেন।
5) 2022 সালে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে কোথাকার মানুষ সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন?
উত্তর : দিল্লি।
6) Ukrein Peace Talks হোস্ট করল কোন দেশ?
উত্তর : সৌদি আরব।
7) বলুনতো কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন মনোজ তিওয়ারি?
উত্তর : ক্রিকেট। সম্প্রতি তিনি অবসর গ্রহণ করলেন।
8) কি সেই জিনিস যা মেয়েরা ১৮ বছর বয়সের আগে দিতে পারে না?
উত্তর : ভোট (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।
#Interview #Question #ক #সই #জনস #য #মযর #১৮ #বছর #বযসর #আগ #দত #পর #ন
Leave a Reply