1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
Interview Question : বিয়ের পর মেয়েদের কোন জিনিসটি বেড়ে যায়? - Newshost24

September 21, 2023, 9:44 am

News Headline :
এইচএসসি পাসে এসএমসিতে চাকরি, আবেদন অনলাইনে IPL-এর আগেই হয়ে গিয়েছে ধোনির ছেলের নামকরণ, কি হল মাহি পুত্রের নাম? দেখুন ভিডিও করোনা থেকে বাঁচতে খাদ্যতালিকায় অবশ্যই রাখবেন যে ৫ খাবার Share market: সেনসেক্স ও নিফটির বড় সড় ধস, একদিনে গায়েব ২ লক্ষ কোটি টাকা Puja Bonus: পুজোর আগেই মিলবে বোনাস! কত টাকা বোনাস পাবে সরকারি কর্মীরা? India-Canada Trade: ভারত-কানাডার বাণিজ্য নিয়ে আশঙ্কা! এর মূলে রয়েছে নিজ্জর হত্যা ম্যানেজার পদে চাকরি দিচ্ছে এস আলম গ্রুপ Mia Khalifa: কিছু ভুল ক্ষমার অযোগ্য! পূর্ব কাজে লজ্জিত মিয়া খিলিফা Chanakya niti: কী কারণে স্বামী পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হন? উল্লেখ করেছেন চাণক্যChanakya niti: কী কারণে স্বামী পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হন? উল্লেখ করেছেন চাণক্য LIC Agent: এলআইসি-র কর্মী ও এজেন্টদের জন্য একাধিক কল্যানমূলক ব্যবস্থা ঘোষণা করলো মোদী সরকারLIC Agent: এলআইসি-র কর্মী ও এজেন্টের জন্য একাধিক কল্যানমূলক ব্যবস্থা ঘোষণা করলো মোদী সরকার

Interview Question : বিয়ের পর মেয়েদের কোন জিনিসটি বেড়ে যায়?

Interview Question : বিয়ের পর মেয়েদের কোন জিনিসটি বেড়ে যায়?

Interview Question : বিয়ের পর মেয়েদের কোন জিনিসটি বেড়ে যায়?
Interview Question : বিয়ের পর মেয়েদের কোন জিনিসটি বেড়ে যায়?

ইন্টারভিউ (Interview) এর আগেও নিশ্চয়ই অনেকবার দিয়েছেন। বেশ ভয় পান এই পক্রিয়া চলা কালীন। কি প্রশ্ন করবে আর কি উত্তর দেবেন তা অবশ্যই জানতে হবে। একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি। আর তার জন্যই কার্যত স্বপ্নের চাকরি হাত ছাড়া হয়েছে। এক্ষেত্রে পুঁথিগত বিদ্যা থাকলেই চাকরি হবে এমনটা নয়। আসলে মাঝে মাঝে নিজেদের বুদ্ধি ও IQ পরিমাপ করা হয়। যে কারণে ইন্টারভিউতে জানা ও মজাদার প্রশ্নের উত্তরও অনেকেই দিতে পারেন না। বইয়ের বাইরের থেকে এই প্রশ্নগুলি আপনার অবশ্যই জানা উচিত। সেরকমই কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের (General Knowledge) প্রশ্ন তুলে ধরছি আমরা আজকের প্রতিবেদনে। মোট ১১ টি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো আপনাদের জন্য –

১) দেশের প্রথম অনলাইন গেমিং অ্যাকাডেমি চালু হচ্ছে কোন রাজ্যে?

  • উত্তর – মধ্যপ্রদেশ।

২) বিহারের মহিলা কমিশনের চেয়ার পার্সন কে?

  • উত্তর – অশ্বমেধ দেবী।

৩)জুনিয়র এশিয়ান জুডো প্রতিযোগিতায় কে সোনা পেয়েছে?

  • উত্তর – ত্রিপুরা রাজ্যের অস্মিতা দে।

৪) বর্তমানে Intergovernmental Panel On Climate Change -এর নতুন সভাপতি কে?

  • উত্তর – যুক্তরাজ্যের জিম স্কিয়া।

৫) ‘জুপিটার ৩’ কি?

  • উত্তর – Spacex কোম্পানির কমার্শিয়াল কমিউনিকেশন স্যাটেলাইট যা বিশ্বের বৃহত্তম।

৬) ‘Dr. APJ ABDUL KALAM : Memories Never Die” বইটি কার লেখা?

  • উত্তর – নাজেমা মারাইকায়ার এবং ওয়াই. এস. রাজন

৭) এবারের All India Education Summit কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

  • উত্তর – দিল্লি।

৮) “Doctor Aap Ke Gaon Mein” স্কিমটি লঞ্চ করলো কোন রাজ্য?

  • উত্তর – জম্মু ও কাশ্মীর।

৯) “Bal Shramik Vidya Yojana’ চালু হল কোন দেশে?

  • উত্তর – উত্তর প্রদেশে।

১০) ২০২৩ সালের India International Furniture Fair কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

  • উত্তর – উত্তরপ্রদেশের নয়ডা শহরে।

১১) বিয়ের পর মেয়েদের কোন জিনিসটি বেড়ে যায়?

  • উত্তর – দায়িত্ব ও কর্তব্য (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।


#Interview #Question #বযর #পর #মযদর #কন #জনসট #বড #যয

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews