ভারতে আইফোনের পরেই রয়েছে যার স্থান সেটি হল ওয়ানপ্লাস। এই স্মার্টফোনের উপর বিশেষ চাহিদা রয়েছে এদেশে৷ আর তা হওয়ার রয়েছে যথেষ্ট কারণ। একাধিক ফিচার্স, সিকিওরিটি, পারফর্মেন্স যা গ্রাহককে আকৃষ্ট করে। তাই এই সংস্থার নতুন স্মার্টফোন লঞ্চ হলে তা নিয়ে বেশ উত্তেজিত থাকেন গ্রাহকেরা।
এবার সংস্থার তরফে খুব শীঘ্রই লঞ্চ করা হবে OnePlus Ace 2 Pro। জানা যাচ্ছে, এই স্মার্টফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। জানা যাচ্ছে, এটিতে রয়েছে ২৪ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল মেমোরি। এটি অ্যান্ড্রয়েড ১৩-তে রান করবে ColorOS 13-এর সঙ্গে। সম্প্রতি চীনে এটি লঞ্চ করেছে।
OnePlus-এর এই মডেলটিতে ব্যবহার করা হবে LPDDR5X র্যাম এবং UFS ৪.০ স্টোরেজ যা বর্তমানে বাজারে সবচেয়ে উৎকৃষ্ট। স্মার্টফোনটির স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে এমনটাই বলা হয়েছে কোম্পানির তরফে।
একটি AnTuTu বেঞ্চমার্কের মোট ফলাফল চারটির সিন্থেটিক পরীক্ষার সম্মিলিত রূপ, যেমন – CPU, GPU, মেমরি এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা। ইতিমধ্যে OnePlus স্মার্টফোনটি ১.৭ মিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে ৩৬৩,৩৬১ মেমোরি রেজাল্ট।
Leave a Reply