1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
KTM-এর বাজার দখল করতে আসছে ইয়ামাহার এই জাঁদরেল বাইক, থাকবে বিশাল স্ক্রিনের সঙ্গে ঝাক্কাস ফিচারস | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 6:19 am

KTM-এর বাজার দখল করতে আসছে ইয়ামাহার এই জাঁদরেল বাইক, থাকবে বিশাল স্ক্রিনের সঙ্গে ঝাক্কাস ফিচারস | Newshost24 Safar

KTM-এর বাজার দখল করতে আসছে ইয়ামাহার এই জাঁদরেল বাইক, থাকবে বিশাল স্ক্রিনের সঙ্গে ঝাক্কাস ফিচারস | Newshost24 Safar

KTM-এর বাজার দখল করতে আসছে ইয়ামাহার এই জাঁদরেল বাইক, থাকবে বিশাল স্ক্রিনের সঙ্গে ঝাক্কাস ফিচারস | Sangbad Safar
KTM এর বাজার দখল করতে আসছে ইয়ামাহার এই জাঁদরেল বাইক, থাকবে

ইয়ামাহা এমন একটি সংস্থা যা ইতিমধ্যে ভারতের বাজারে বেশ পসার জমিয়েছে। এবার এই কোম্পানির বাইক Tenere 700-এর একটি নতুন মডেল হাজির হতে চলেছে নতুন মডেলে ইঞ্জিনের কোনো পরিবর্তন না করা হলেও ফিচার্স ও ডিজাইনে একধিক বদল এসেছে।

তবে গাড়িটি ভারতের বাজারে কবে লঞ্চ হবে কিংবা আদৌ লঞ্চ হবে কিনা তা স্পষ্ট নয়। তবে ওই বাইকটি ছাড়া অন্যান্য মডেল লঞ্চ হবে বলে ঘোষণা করেছে ইয়ামাহা। নতুন মডেলটিতে একটি বড় পরিবর্তন করা হয়েছে আর তা হল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। রয়েছে পাঁচ ইঞ্চি টিএফটি কালার ডিসপ্লে।

গ্রাহক তার স্মার্টফোনের সঙ্গে বাইকটি ব্লুটুথের মাধ্যমে ইয়ামাহার মোবাইল অ্যাপ্লিকেশন- Y-Connect-এর মাধ্যমে যোগ করতে পারবেন।এর মাধ্যমে স্মার্টফোনের সমস্ত আপডেট পাওয়া যাবে বাইকে। এছাড়া বাইকের ডিসপ্লেতে দেখতে পাবেন জ্বালানি, দূরত্ব, গতিবেগ সহ ইত্যাদি।

বাইকটিতে থাকতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। তার সঙ্গে থাকছে তিনটি মোড। এর মাধ্যমে চালক গাড়িটি রাস্তার ধরন বুঝে চালাতে সচেষ্ট হবেন। গাড়িটি পাওয়া যাচ্ছে ব্লু ও শ্যাডো গ্রে এই দু’টি রঙে।


#KTMএর #বজর #দখল #করত #আসছ #ইয়মহর #এই #জদরল #বইক #থকব #বশল #সকরনর #সঙগ #ঝককস #ফচরস #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews